কলকাতা: চলতি বছরের শুরুতেই শুরু হয়ে গিয়েছে সিসিএল অর্থাৎ সেলিব্রিটি ক্রিকেট লীগ। আর টলিউডের সেই দলে অন্যান্যদের সঙ্গে রয়েছেন সৌরভ দাস (Sourav Das) ও। আর খেলার জন্যই ১৪ ফেব্রুয়ারি তাঁরা পাড়ি দিচ্ছেন কটকে। তবে এবার কেমন করে কাটবে সৌরভ আর দর্শনা বণিকের (Darshana Banik) ভ্যালেন্টাইন্স ডে? এবিপি লাইভকে সেই পরিকল্পনার কথাই জানালেন দর্শনা। 


সদ্যই দিল্লি আর বেঙ্গালুরু গিয়েছিল টলিউডের সেলিব্রিটি ক্রিকেট লীগের টিম। সঙ্গে গিয়েছিলেন দর্শনা, তৃণা সাহা (Trina Saha)-রাও। এর পরের ম্যাচেও কি সৌরভদের সঙ্গী হবেন দর্শনা? অভিনেত্রী বলছেন, 'আমাদের বেঙ্গালুরু আর দিল্লির সফর খুব ভাল গিয়েছে। গোটা টিমের একটু টেনশন ছিল ম্যাচ নিয়ে। তবে ওরা দুটো ম্যাচই জিতে গিয়েছে। আমরাও ভীষণ খুশি। পরের ম্যাচটা আছে কটকে। সেটার জন্য ওরা ১৪ তারিখ রওনা দেবে।'


১৪ ফেব্রুয়ারি মানেই তো ভ্যালেন্টাইন্স ডে। সৌরভ আর দর্শনা টলিউডের অন্যতম পাওয়ার কাপল। কিন্তু ভালবাসার দিনে কী আলাদাই থাকতে হবে দুজনকে? একটু মনখারাপ নিয়েই দর্শনা বললেন, 'এবারের ম্যাচটায় আমি সম্ভবত যেতে পারছি না। আমার পরিবারে একটা বিয়েবাড়ি রয়েছে। সেখানে যেতে হবে। সেই কারণেই আমার যাওয়া হচ্ছে না। কাজেই ভ্যালেন্টাইন্স ডে আলাদাই কাটবে। সেই কারণে আমরা আগের দিন উদযাপন করার পরিকল্পনা করেছি। উদযাপন বলতে তেমন কিছু নয়, হয়তো কোথাও একটু খেতে যাব একসঙ্গে। টুকটাক রেস্তোরাঁয় তো খেতে যাওয়া হয়ই। এবারেও তাই যাব। এর থেকে বেশি কোনও পরিকল্পনা নেই।'


বিয়ের পরে সংসার আর অভিনয় দুইই সামলাচ্ছেন দর্শনা। বিয়ের পর জীবন কী আদৌ বদলে গিয়েছে তাঁর? দর্শনা বলছেন, 'বদল তো অবশ্যই হয়েছে। তবে সেটা ভালর দিকে। বয়স বাড়ছে। এখন সংসারের দায়িত্ব নিতে শিখেছি। অনেক বেশি পরিণত হয়েছি। আমার আর সৌরভের মধ্যে ভীষণ ভাল একটা বন্ধুত্ব রয়েছে। সৌরভের সঙ্গে আমি দীর্ঘদিন প্রেম করিনি। তবে যতটুকু সময় প্রেম করেছি, দেখেছি ও খুব দায়িত্বশীল। এখন ও আরও স্থিতধী হয়েছে। দুজন মিলে বেশ ভালই চলে যাচ্ছে।' বর্তমানে টলিউডে এত ভাঙনের খবর শোনা যাচ্ছে। এর মধ্যে দর্শনা আর সৌরভের সম্পর্কের রসদটা ঠিক কী? দর্শনা বলছেন, 'আমাদের মধ্যে ভীষণ ভাল একটা বন্ধুত্ব রয়েছে। জানি না অদূর ভবিষ্যতে কপালে কী লেখা আছে, তবে আমার আর সৌরভের মধ্যে এই বন্ধুত্বটা যেন চিরকাল থেকে যায়।'


আরও পড়ুন: Darshana Banik: ভবিষ্যতে কপালে কী আছে জানি না, তবে আমার আর সৌরভের মধ্যে বন্ধুত্বটা যেন থাকে: দর্শনা