কলকাতা: জি বাংলার সঙ্গে দীর্ঘদিনের গাঁটছড়া খুলতে চলেছেন ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। যে চ্যানেলের হাত ধরেই জনপ্রিয় হয়েছিল তাঁর শো, 'দাদাগিরি', (Dadagiri), এবার সেই চ্যানেলে, সেই শো-তে নাকি আর দেখা যাবে না সৌরভ গঙ্গোপাধ্যায়কে। বদলে, স্টার জলসা (Star Jalsa)-য় জোড়াশো-তে দেখা যেতে চলেছে সৌরভ গঙ্গোপাধ্যায়কে। তার মধ্যে একটা নাম অবশ্যই চমকে দেওয়ার মতো। সেটি হল, 'বিগ বস' (Big Boss)। স্টার জলসায় নতুন করে শুরু হচ্ছে বিগ বস বাংলা। আর সেখানে সঞ্চালনা করতে দেখা যাবে সৌরভ গঙ্গোপাধ্যায়কে। পাশাপাশি স্টার জলসাতেই একটি ক্যুইজ শো সঞ্চালনা করতেও দেখা যাবে তাঁকে।
জানা যাচ্ছে, ৪ বছরের জন্য, ১২৫ কোটি টাকার চুক্তি হয়েছে চ্যানেলের সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের। বাংলা ইন্ডাস্ট্রিতে সাধারণত এত বড় চুক্তির কথা শোনা যায় না। ধারাবাহিকের জন্য নায়ক নায়িকাদের সঙ্গে যে চুক্তিগুলি হয়, তার সঙ্গে এই চুক্তির ফারাক বিস্তর। তবে চুক্তির অর্থ, আগামী ৪ বছর জি বাংলায় দেখা যাবে না সৌরভ গঙ্গোপাধ্যায়কে। তাঁকে কেবলমাত্র স্টার জলসাতেই দেখা যাবে। আরও জানা যাচ্ছে, চলতি বছরের জুলাই মাসের প্রথম দিক থেকেই শুরু হবে শ্যুটিং। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। দুটি শো-এর মধ্যে প্রথমে সম্প্রচারিত হবে 'বিগ বস'।
নতুন এই ইনিংস সম্পর্কে সৌরভ গঙ্গোপাধ্যায় বলছেন, 'টেলিভিশন সবসময়েই আমায় মানুষের সঙ্গে যোগাযোগ করার, সাধারণ মানুষের আরও কাছে পৌঁছে যাওয়ার রাস্তা করে দিয়েছে। আর স্টার জলসার সঙ্গে নতুনভাবে এই কাজ শুরু করা নিয়ে আমি ভীষণ আগ্রহী। এটা আমার কেরিয়ারের একটা নতুন অধ্যায় হতে চলেছে। দুটি নন ফিকশন শো-এর সঞ্চালক হিসেবে কাজ শুরু করতে চলেছি। আমি সবসময় ক্রিকেটের ২২ গজের বাইরে গিয়েও মানুষের সঙ্গে যোগাযোগ রাখায় বিশ্বাসী। আর স্টার জলসার সঙ্গে নতুন এই কাজ আমায় নতুনভাবে দর্শকদের সঙ্গে যোগাযোগ করতে, তাদের আরও কাছাকাছি নিয়ে যেতে সাহায্য করবে। এটা একটা নতুন ইনিংস। আমি এর আগে যেভাবে, যতটা ভালবাসা দিয়ে সঞ্চালনার কাজটা করেছি, সেই একই রকম ভালবাসা দিয়ে নতুন কাজটাও করব।'
এর আগেও বাংলায় 'বিগ বস' হয়েছিল। তবে দর্শকেরা মনে করছেন সৌরভ গঙ্গোপাধ্যায় উপস্থিতি এই শো-এ একটা নতুন প্রাণ নিয়ে আসবে।