কলকাতা: বাইশ গজ থেকে শুরু করে পর্দা.. তাঁর বলা কথা সবসময়েই জায়গা করে নেয় শিরোনামে। তবে ক্রিকেট বা সঞ্চালনার পাশাপাশি, বারে বারে রাজনীতির ময়দানে উঠে এসেছে তাঁর নাম। গুঞ্জন শোনা গিয়েছে, রাজনীতিতে যোগ দিতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। একাধিকবার বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে তাঁকে দেখা গেলেও, রাজনীতির সঙ্গে সরাসরি যোগাযোগ কখনোই প্রকাশ্যে আসেনি ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়কের। তবে ফের, রাজনীতি নিয়ে বলা তাঁর কথাই উঠে এল চর্চায়... 


ছোটপর্দায় ভীষণ জনপ্রিয় শো 'দাদাগিরি' (Dadagiri)। সেখানে নতুন ছবি 'পারিয়া'-র প্রচারে এসেছিলেন ছবির কলাকুশলীরা। হাজির হয়েছিলেন বিক্রম চট্টোপাধ্যায় (Vikram Chatterjee), জয়জিৎ বন্দোপাধ্যায় (Joyjeet Banerjee) ও অন্যান্যরা। আর সেখানেই, জয়জিৎ একটি অদ্ভুত প্রশ্ন করেন সৌরভকে। তিনি বলেন, 'ধরো তুমি মন্ত্রী হলে... তাহলে ক্রীড়া ছাড়া আর কোন দফতর নেবে?'


জয়জিতের এই প্রশ্ন শুনে প্রথমেই সৌরভ হাসতে হাসতে বলেন, 'কখনও মন্ত্রী হব না।'। তারপরে, জয়জিৎতে প্রশ্ন উত্তরকে কার্যত এড়িয়ে গিয়ে বলেন, 'এটা আলাদা বলি?' এরপরে জয়জিৎ বলেন, 'তোমায় যদি কোনও রাজনৈতিক ব্যক্তিত্ব তোমায় ডাকল কিন্তু তোমার যাওয়ার ইচ্ছা নেই.. এড়াও কি করে?' সৌরভ স্পষ্ট বলেন, 'আমি পারলে যাই। রাজনৈতিক মঞ্চ না হলেই যাই। রাজনৈতিক ব্যক্তিত্ব ডাকলে সমস্যা কোথায়? আমি আর তুমি একই মঞ্চ শেয়ার করছি। কিন্তু এতে তুমি ক্রিকেটার হয়ে যাচ্ছো না বা আমিও অভিনেতা হয়ে যাচ্ছি না। রাজনীতির ক্ষেত্রেও তো তাই। কোনও রাজনৈতিক ব্যক্তির সঙ্গে এক মঞ্চে দাঁড়ালে তিনি যেমন ক্রিকেটার হয়ে যাচ্ছেন না আমিও রাজনীতিতে চলে যাচ্ছি না। মানুষ রাজনীতির মঞ্চে গেলে মানুষ এত লাফালাফি করে কেন আমি এখনও বুঝি না।'


সৌরভের এই উত্তরে দর্শকেরা ফেটে পড়েন হাততালিতে। জয়জিতের প্রশ্নের উত্তরে, একেবারে ছক্কা হাঁকলেন সৌরভ গঙ্গোপাধ্যায়.. ফের যেন তিনি প্রমাণ করলেন 'দাদাগিরি'-তে তিনিই সেরা। 


 






আরও পড়ুন: Durnibar Saha: হাসপাতালে শিশুদের ভিডিও করায় চূড়ান্ত নিন্দা, বাধ্য হয়ে পোস্ট মুছলেন দুর্নিবার


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।