চেন্নাই: তিনি মহিলা হৃদয়ের বাদশাহ (Badshah)। তাঁকে একবার হাসতে দেখলে এখনও উদ্বেলিত হয় শত নারীর হৃদয়। শুধু কি তাই? দশকের পর দশক ধরে তিনি সকল ভারতীয় পুরুষের 'আদর্শ' প্রেমিক। ছোট থেকে বড় সকলেই তাঁর চার্মে মোহিত। তিনি বলিউডের কিং খান, শাহরুখ খান (Shah Rukh Khan)। ত্রিশ বছর ধরে যিনি 'রাজত্ব' করছেন বলিউডে। কিন্তু তিনিই নাকি বিজয় সেতুপতির (Vijay Sethupathi) প্রেম জীবনের 'ভিলেন'? জানেন কি?
বিজয় সেতুপতির প্রেম জীবনের 'বাধা' কিং খান?
এমন কোনও মহিলা বা প্রেমিকা খুঁজে পাওয়া খানিক কঠিন, যাঁর শাহরুখ খানের প্রতি অগাধ ভালবাসা নেই। একাধিক পুরুষও সেই কথা মানবেন।
বুধবার, চেন্নাইয়ে 'জওয়ান' ছবির প্রি-রিলিজ ইভেন্টে হাজির হয়ে এক মজার তথ্য সকলের সঙ্গে ভাগ করে নিলেন বিজয় সেতুপতি। দক্ষিণী ছবির তারকা অভিনেতা, বিজয় সেতুপতি এদিন নিজের স্কুল জীবনের একটি ঘটনা শেয়ার করে নেন। তিনি স্মৃতির সরণি বেয়ে মনে করেন যে স্কুলের জীবনের এক ঘটনা। সেই বয়সে একজনকে পছন্দ হওয়া সত্ত্বেও তিনি বলতে পারেননি কারণ সেই মেয়েটি শাহরুখ খানের প্রেমে পাগল ছিলেন।
বিজয় সেতুপতি বলেন, 'যখন আমি স্কুলে পড়তাম, একটি মেয়েকে আমার খুবই পছন্দ ছিল। কিন্তু সে জানত না। প্রত্যেক জানুর জীবনেই একজন করে রাম থাকে (তাঁর ২০১৮ সালের সিনেমা '৯৬'র প্রেক্ষিতে)। কিন্তু ওই মেয়েটি শাহরুখ খানের প্রেমে পাগল ছিল। কিন্তু এত বছর পর আমি প্রতিশোধ নিতে পারছি।'
তবে এরপরেই মজার উত্তর শাহরুখ খানের। তিনি বলেন, 'আমার মনে হয় প্রত্যেকে আমার প্রশংসা করেছিলেন একমাত্র বিজয় সেতুপতি স্যার ছাড়া। তিনি একজন মেয়ের কথা বলছিলেন... বিজয় স্যার আপনাকে বলে রাখি, আপনি প্রতিশোধ নিতেই পারেন, কিন্তু আপনি আমার থেকে মহিলাদের নিতে পারবেন না। ওঁরা শুধু আমার।'
আরও পড়ুন: Rakhi Sawant: মক্কা থেকে মুম্বই ফিরলেন রাখি, পাপারাৎজিদের বললেন তাঁকে 'ফতিমা' নামে ডাকতে
শাহরুখ খান ও বিজয় সেতুপতি 'জওয়ান' ছবিতে প্রথমবার একসঙ্গে কাজ করবেন। অ্যাটলি পরিচালিত এই ছবিতে মুখোমুখি হবেন দুই তারকা। ৭ সেপ্টেম্বর মুক্তি পাবে এই ছবি। আজ প্রকাশ্যে এল ছবির ট্রেলার। মাত্র ১ ঘণ্টায় ইউটিউবে ২ মিলিয়ন ভিউজ পার করে ছবির হিন্দি ট্রেলার। ছবিতে নয়নতারা রয়েছেন মুখ্য নারী চরিত্রে। ক্যামিও হিসেবে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন