চেন্নাই: বেশ কিছুদিন ধরেই চলছে টানাপোড়েন। মাদুরাইয়ের এক দম্পতি দক্ষিণী সুপারস্টার ধনুশকে (Dhanush) তাঁদের সন্তান বলে দাবি করেন। গত বছরের শেষের দিকে ওই দম্পতি মাদ্রাজ হাইকোর্টের দ্বারস্থ হন এই দাবি নিয়ে যে, তাঁদের তিন সন্তানের মধ্যে ধনুশ একজন। মাদুরাইয়ের (Madurai) এক সরকারি হাসপাতালে তাঁর জন্ম হয়। তাঁদের অভিযোগ, দক্ষিণী তারকা তাঁদের ব্যয়ভার গ্রহণ করতে অস্বীকার করছেন। ওই দম্পতির এই দাবির পরই এবার আইনি পদক্ষেপ নিলেন ধনুশ।


আইনি পদক্ষেপ নিলেন ধনুশ-


সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, মাদুরাইয়ের ওই দম্পতির ধনুশকে (Dhanush Raja) নিজেদের সন্তান বলে দাবি করার পর তাঁর আইনজীবী ওই দম্পতিকে আইনি নোটিস পাঠিয়েছেন। ধনুশের বাবা কস্তুরি রাজার (Kasturi Raja) বক্তব্য, 'ধনুশ আমাদের সন্তান। মাদুরাইয়ের ওই বৃদ্ধ দম্পতির মামলার কারণে আমাদের এবং ধনুশকে নানা বদনামের মুখে পড়তে হচ্ছে। আমাদের পরিবারের বদনাম হচ্ছে।' ওই বৃদ্ধ দম্পতির দাবি যে মিথ্যে, সে কথাও উল্লেখ করা রয়েছে ওই নোটিসে। এর পাশাপাশি নোটিসে দম্পতির বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানির মামলাও দায়ের করা হয়েছে।


আরও পড়ুন - Bhool Bhulaiyaa 2: বক্স অফিসে বাজিমাত, প্রথমদিনই রেকর্ড গড়ল 'ভুলভুলাইয়া টু'


কী ঘটেছে-


কাথিরেশন একজন অবসরপ্রাপ্ত সরকারি বাস কন্ডাকটর। তিনি এবং তাঁর স্ত্রী মীনাক্ষী গত বছর শেষের দিকে মাদ্রাজ হাইকোর্টের দ্বারস্থ হন। তাঁরা আদালতে আবেদন করেন যে, দক্ষিণী তারকা ধনুশ তাঁদের তিন সন্তানের মধ্যে একজন। যার জন্ম হয় মাদুরাইয়ের সরকারি হাসপাতালে। তাঁরা বৃদ্ধ হয়েছে। এই অবস্থায় বৃদ্ধ পিতা-মাতার ব্যয়ভার বহন করতে অস্বীকার করছেন ধনুশ। মাসিক ৬৫ হাজার টাকা চিকিৎসার বিল দিতে হয় তাঁদের। আর এই অর্থই দিতে অস্বীকার করছেন ধনুশ। আদালতে মাদুরাইয়ের ওই বৃদ্ধ দম্পতির এই অভিযোগের পরই তাঁদের উদ্দেশে আইনি পদক্ষেপ নিলেন অভিনেতা।