নয়াদিল্লি: আপাতত কালিম্পঙে (Kalimpong) শ্যুটিংয়ে ব্যস্ত করিনা কপূর খান (Kareena Kapoor Khan)। তাঁর ডেবিউ ওটিটি প্রজেক্ট 'দ্য ডিভোশন অফ সাসপেক্ট এক্স'-এর (The Devotion of Suspect X) শ্যুটিং চলছে তাঁর। সেখান থেকে শ্যুটের একাধিক ছবি পোস্ট করছেন অভিনেত্রী। কখনও পৃথিবীর 'শ্রেষ্ঠ' তিরামিসুর ছবি তো কখনও বিহাইন্ড দ্য অ্যাকশনের ছবি শেয়ার করছেন তিনি।


থ্রোব্যাক বেবো


এবার একটি থ্রোব্যাক ছবি পোস্ট করেছেন করিনা। ১৯৯৬ সালের স্কুল ট্রিপের ছবি পোস্ট করেন তিনি। তার মধ্যে শেষ ছবিটা সাম্প্রতিককালের অবশ্য। বন্ধুকে ধন্যবাদ জানান পুরনো ছবির জন্য়।


ছবিগুলি পোস্ট করে ক্যাপশনে বেবো লেখেন, 'কালিম্পঙে গিয়েছিলাম একটা ছবির শ্যুটিংয়ে... গুপ্তধন সঙ্গে নিয়ে ফিরলাম। আমাদের পেশা অজানা বিন্দু জুড়ে দেওয়ার দারুণ উপায় আছে... ভ্রমণের মাধ্যমে... ওয়েলহ্যাম গার্লস রাজস্থান ট্রিপ, ১৯৯৬... ধন্যবাদ।'


দেহরাদুনের ওয়েলহ্যাম গার্লস স্কুলে পড়তেন করিনা। রাজস্থানে তাঁরা ট্রিপে গিয়েছিলেন সেই পুরনো ছবিই পোস্ট করেছেন অভিনেত্রী। 


 






শ্যুটিংয়ে ব্যস্ত


এর আগে অভিনেত্রী শ্যুটিংয়ে তৈরি হওয়ার একটি ছবি পোস্ট করেন যেখানে তাঁর সামনে খুদে জেহ-কে বসে থাকতে দেখা যায়।


তাঁর ওটিটির ডেবিউর পরিচালনার দায়িত্বে রয়েছেন সুজয় ঘোষ। ছবিটি একক মা ও তাঁর মেয়ের গল্প বলবে যারা কোনও এক অপরাধ করেছে এবং তাদের প্রতিবেশী পুলিশি তদন্তের সময়ে তাঁদের বাঁচাতে সাহায্য় করেছে। 


 






অন্যদিকে করিনা কপূর খানকে আপাতত 'লাল সিং চাড্ডা' ছবিতে অভিনয় করতে দেখা যাবে আমির খানের বিপরীতে। ছবিতে মোনা সিংহ ও নাগা চৈতন্যও রয়েছেন। 


আরও পড়ুন: Sidharth-Kiara Update: বিচ্ছেদের গুজব উড়িয়ে আলিঙ্গনে বাঁধলেন সিদ্ধার্থ-কিয়ারা, ভাইরাল ভিডিও