কলকাতা: বিভিন্ন বিষয় নিয়ে নেট দুনিয়ায় আলোচনায় থাকেন টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)। কখনও নতুন ছবি নিয়ে, কখনও রাজনীতি নিয়ে। আবার কখনও তিনি বিতর্কে থাকেন তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে। কিছুদিন ধরেই তাঁর জীবনে যে নতুন প্রেম এসেছে, তা নিয়ে চর্চা হচ্ছিল। এবার নিজের নতুন বন্ধুর ছবি সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে শেয়ার করলেন অভিনেত্রী।


'চ্যাম্পিয়ন' ছবিতে অভিনয়ের পরই ছবি পরিচালক রাজীব বিশ্বাসের সঙ্গে বিয়ে করে নতুন জীবন শুরু করেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ছবির জগতে ফিরে আসেন 'ভালোবাসা ভালোবাসা' ছবি দিয়ে। রাজীব বিশ্বাসের সঙ্গে তাঁর সম্পর্ক ভেঙে যায়। এরপর আরও দুই সম্পর্কে জড়ান এবং বিয়ে করেন অভিনেত্রী। কিন্তু তাও স্থায়ী হয়নি। শোনা যায়, তিনি এখন তাঁরই আবাসনের এক ব্যবসায়ীর সঙ্গে সম্পর্কে রয়েছেন। তাঁদের বেশ কিছু জায়গায় একসঙ্গে দেখাও যায়। যদিও সম্পর্কের কথা স্বীকার করেননি তাঁরা কেউই। ফলে শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত জীবন নিয়ে কৌতুহলের অভাব নেই নেট নাগরিকদের। 


আরও পড়ুন - Mohit Raina: কেন চুপিসারে বিয়ে সেরেছেন 'মহাদেব' মোহিত রায়না? আসল কারণ ফাঁস


সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে কয়েকটি ছবি শেয়ার করেছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ছবিতে তাঁকে দেখা যাচ্ছে লালচে গোলাপি রঙের সালোয়ার কামিজ। কপালে এক চিলতে সিঁদুর। আর সঙ্গে নতুন বন্ধু। অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের এই নতুন বন্ধু আর কেউ নন, একটি ছোট্ট ইঁদুর। তার গলায় চেন দিয়ে বাঁধা। দুহাতে তাকে ধরে রয়েছেন অভিনেত্রী। ছবি শেয়ার করে শ্রাবন্তী লিখেছেন, 'হঠাৎই ছোট্ট মিষ্টি এই বন্ধুর সঙ্গে দেখা হল'। সঙ্গে লভ অ্যানিমলস বলে হ্যাশট্যাগও ব্যবহার করেছেন অভিনেত্রী। পশুপাখীদের প্রতি তাঁর ভালোবাসার কথা এই ছবিতে টের পাচ্ছেন নেট নাগরিকরা।


প্রসঙ্গত, সদ্যই অভিনেতা ওমের সঙ্গে জুটি বেঁধে নতুন ছবির কাজ শুরু করেছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ছবিতে তাঁকে একমাথা সিঁদুরে দেখে ফের আলোচনা শুরু করেছে নেটিজেনরা। যদিও কোনও বিতর্কেই মুখ খোলেন না অভিনেত্রী।