কলকাতা: ইনস্টাগ্রামে ছোট্ট রিল, আর সেখানেই বিয়ে নিয়ে বিস্ফোরক উক্তি শ্রীলেখা মিত্রের। সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে বিয়ে নিয়ে নিজের অভিজ্ঞতা ভাগ করে নিলেন অভিনেত্রী।


সম্প্রতি এক মজার খেলায় মেতেছেন অভিনেত্রী। অনুরাগীদের বিভিন্ন প্রশ্ন পাঠানোর আবেদন করছেন তিনি। তারপর নিজেই বেছে নিচ্ছেন এক একটা প্রশ্ন। এরপর ছোট্ট ইনস্টাগ্রাম রিলে উত্তর দিচ্ছেন সেই সমস্ত প্রশ্নের। আজ একটি ভিডিও পোস্ট করেন শ্রীলেখা। সেখানে প্রথমেই তিনি অনুরাগীদের কাছে ক্ষমা চেয়ে নেন অনেকদিন পর ইনস্টাগ্রাম রিলে আসার জন্য। জানান, অসুস্থ ছিলেন তিনি। এরপর তিনি বলেন, 'আমার প্রশ্ন চাওয়া দেখে একজন অনুরাগী বলছেন, 'আপনি এমন করে প্রশ্ন চাইছেন যেন এক একবার এক এক জনকে বিয়ে করবেন। সরি ভাই.. ন্যাড়া একবারই বেলতলায় যায়। একবারই বিয়ে করেছি, আর না।'


শ্রীলেখার এই ভিডিওতে নিজেদের মতামত রেখেছেন অনেকেই। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমন ছোট ছোট অনেক প্রশ্নের উত্তর দিয়েছেন অভিনেত্রী। কখনও জিম করতে করতে আবার কখনও নিজের ঘরে দাঁড়িয়ে, শ্রীলেখার ঠোঁটকাটা জবাব আকর্ষণীয় হয়ে উঠেছে অনেকের কাছেই।


নতুন ছবির কাজে হাত দিয়েছেন শ্রীলেখা। 'ন্যায়' নামে একটি ছবির মুখ্য চরিত্রে দেখা যাবে শ্রীলেখাকে। সোশ্যাল মিডিয়ায় নিজের লুকের একটি ছবিও পোস্ট করেন অভিনেত্রী। সেখানে অভিনেত্রীর চুলের স্টাইলে ইন্দিরা গাঁধীর ছোঁয়া। আবার পোশাকে দেখা গিয়েছে অনেকটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ধাঁচ। ছবিতে শ্রীলেখার লুক দেখে প্রশংসা করেছেন অনেকেই।


২০২১ সালের ভোটের আগে সক্রিয় রাজনীতির ময়দানে দেখা গিয়েছিল শ্রীলেখাকে। বাম প্রার্থীদের হয়ে বিভিন্ন সময়ে প্রচারে গিয়েছিলেন তিনি। এরপর বিভিন্ন সময়ে বিভিন্ন জনসেবামূলক কাজে দেখা গিয়েছে অভিনেত্রীকে। করোনা কালে যোগাযোগের হাতিয়ার হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। বাদ যাননি শ্রীলেখাও। তাঁর সোশ্যাল মিডিয়া ওয়াল জুড়ে দেখা যাচ্ছে প্রয়োজনীয় নম্বর। কেউ কোনও সমস্যায় পড়ে ট্যাগ করলে তাঁর সঙ্গে যোগাযোগ করছেন শ্রীলেখা।