কলকাতা: বিরতির পরে ধারাবাহিকে ফিরছেন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ (Sreemoyee Chottoraj)। নিজের ব্যক্তিগত জীবনের জন্য ধারাবাহিক থেকে কিছুটা বিরতি নিয়েছিলেন শ্রীময়ী। বিয়ের পরেও কাজ করেছেন তিনি। তবে অন্তঃসত্ত্বা হওয়ার পরে কাজ থেকে বিরতি নিয়েছিলেন শ্রীময়ী। এখন তাঁর কোলে এসেছে ফুটফুটে কন্যাসন্তান। তাঁর আর স্বামী কাঞ্চন মল্লিকের জীবন এখন আবর্তিত হচ্ছে কন্যাকে ঘিরেই। কাঞ্চন শ্রীময়ী মেয়ের নাম রেখেছেন কৃষভি। আর এবার ফের কেরিয়ার নিয়ে ভাবছেন শ্রীময়ী। ১ বছরেরও বেশি সময় পরে নতুন ধারাবাহিকে দেখা যেতে চলেছে তাঁকে।
সদ্য স্টার জলসায় প্রকাশ্যে এসেছে নতুন ধারাবাহিকের প্রোমো। ধারাবাহিকের নাম 'বুলেট সরোজিনী'। ধারাবাহিকের মুখ্যভূমিকায় অভিনয় করছেন দিয়া বসু (Diya Basu), অর্ণব বন্দ্যোপাধ্যায় (Arnab Banerjee) ও অভিষেক বীর শর্মা (Abhishek Veer Sharma)। একটি ত্রিকোণ প্রেমের গল্প হতে চলেছে এই ধারাবাহিক। এখানেই অভিষেক বীর শর্মার মায়ের ভূমিকায় অভিনয় করছেন শ্রীময়ী। ধারাবাহিকে তাঁর চরিত্রের নাম হয়েছে রাগিনী চট্টোপাধ্যায়। তবে এই চরিত্রটি ইতিবাচক না নেতিবাচক তা এখনও পর্যন্ত প্রকাশ্যে আসেনি। প্রোমোতে শ্রীময়ীর একটিই মাত্র ঝলক দেখা গিয়েছে। সেখানে তাঁকে দেখা গিয়েছে একটি ব্যলকনিতে বসে বীণা বাজাতে। এখান থেকেই বোঝা যায়, একটি অবস্থাপন্ন বাড়ির কত্রী হিসেবে দেখা যাবে তাঁকে।
এর আগে, এবিপি লাইভ শ্রীময়ীর কাছে প্রশ্ন রেখেছিল তাঁর ধারাবাহিকে ফেরার পরিকল্পনা নিয়ে। মেয়ে কৃষভির বয়স হয়ে গিয়েছে চার মাস। এতদিন শ্রীময়ীই কৃষভিকে ঘিরে ছিলেন। বাড়িতেই একরত্তির সঙ্গে সময় কাটছিল তাঁর। তবে এবিপি লাইভ বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে শ্রীময়ী জানিয়েছিলেন, তাঁর কাজে ফেরার পরিকল্পনা রয়েছে। সেই সময়ে শ্রীময়ী বলেছিলেন, 'কৃষভি আসলে দিনে ঘুমায়, রাতে জাগে। তাই ওর জন্য আমাকেও রাতে জেগে থাকতে হয়। সেই রুটিনটা বদলাতে হবে কাজে যোগ দিলে। মায়ের কাছেই বেশিরভাগ সময়টা থাকে কৃষভি। তবে ওকে ছেড়ে কাজে যেতে হবে ভাবলেই মন কেমন করছে। আমার মা বলে, ও আমার পুতুল। ওকে ঘুম থেকে উঠিয়ে আদর করি, চটকাই। খুব বিরক্ত হয়। মা বলে, ও নাকি আমার থেকে জেদটা পেয়েছে। কিছু চাই তো চাই। অথচ দেখতে হয়েছে বাবার মতো। বাইরে কাজে গেলেও, ওর দিকেই মন পড়ে থাকবে। ও হয়তো বলতে পারবে না, কিন্তু ও আমাকেও মিস করবে।'