কলকাতা: এক বছর পেরিয়ে গেল, ছোট্ট কৃষভি। মা হওয়ার ১ বছর পার করলেন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ (Sreemoyee Chottoraj)। প্রত্যেক মুহূর্তেই যেন মা হওয়ার উপলদ্ধি তারিয়ে তারিয়ে উপভোগ করছেন অভিনেত্রী। এখন কৃষভিকে ঘিরেই তাঁর যেন গোটা জীবনটা আবর্তিত হচ্ছে। কাজে যোগ দিয়েছেন শ্রীময়ী, তবে তাঁর মন পড়ে থাকে একরত্তির কাছেই। আর আজ, মাতৃত্বের এক বছর পূর্তি। কত পথই যেন পেরিয়ে এসেছেন শ্রীময়ী, রাস্তাটাও নেহাৎ সহজ ছিল না। সোশ্যাল মিডিয়ায়, ১ বছর আগের সেইসব স্মৃতি ফিরে দেখলেন অভিনেত্রী।
সোশ্যাল মিডিয়ায় কৃষভির জন্মের একগুচ্ছ ছবি শেয়ার করে নিয়ে শ্রীময়ী লিখেছেন, 'এটা শুধু আমার মেয়ের জন্মদিন নয়, এটা আমার মেয়ের জন্মদিন আর আমার ও মাতৃত্বের ১ বছর পূর্তি। আমার এখনও বিশ্বাস হয় না, এক বছর আগে, ঠিক এইদিন আমি অনেক চিন্তা নিয়ে, অনেকটা ভয় নিয়ে আর অনেকটা আনন্দ নিয়ে। বিশ্বাস করতে পারছি না, কীভাবে একটা বছর কেটে গেল। এই অভিজ্ঞতা নিয়ে আমি একটা কথাই বলতে পারি.. একজন মানুষ, একজন মা হিসেবে আমার জীবন আমূল বদলে গিয়েছে। আগে আমি ভাবতাম, একা বসে কীভাবে সময় কাটবে.. কিন্তু এখন আমার মনে হচ্ছে, সময় যেন হাত থেকে বেরিয়ে যাচ্ছে। আমি সময়টাকে ধরে রাখতে চাই। আমি কেবল একটা কথাই বলতে চাই, কৃষভি আমাদের জীবনে আসার পরে, আমাদের জীবনটাই বদলে গিয়েছে। ওর আধো আধো কথা, ওর গলার আওয়াজ, ওর কান্না, ওর হাসি... সবকিছু যেন বদলে গিয়েছে। এর পুরো কৃতিত্বটা আমি কাঞ্চনকে দিতে চাই। প্রত্যেকটা শিশুই ঈশ্বরের দূত। আমার আর কাঞ্চনের ভালবাসার ১ বছরের ফসল কৃষভির আজ এক বছরের জন্মদিন।'
শ্রীময়ী জানিয়েছেন, আজকের দিনটা তিনি পরিবারের সঙ্গেই কাটাবেন। শ্রীময়ীর ১ বছরের জন্মদিনে কেক আর পায়েস, এই দুয়েরই আয়োজন করা হয়েছে। পাশাপাশি আজ কৃষভির পাতে থাকবে মাছের মুড়ো ভাজা। কৃষভির এখনও খাওয়া নিয়ে কিছু বিধিনিষেধ রয়েছে। ফলে বিশাল কিছু আয়োজন করেননি শ্রীময়ী। তবে বাড়িতেই উদযাপন করবেন এই দিনটা। সোশ্যাল মিডিয়ায় কৃষভির একগুচ্ছ ছবি শেয়ার করে নিয়েছেন কাঞ্চন ও। সেখানেও তিনি আবেগপ্রবণ বার্তা লিখেছেন। কাঞ্চন লিখেছেন, 'আমি আমার মাকে হারিয়েছি গত চার বছর আগে, কিন্তু গত বছর আমি আমার মাকে ফিরে পেয়েছি কৃষভির মধ্যে। ঈশ্বর আমাকে বাবা হওয়ার সুযোগ হয়ত দিয়েছে, কিন্তু কৃষভি আসার পর নিজের হাতে করে বড় করার সুযোগ পেয়েছি নিজের সন্তানকে। চোখের সামনে দেখলাম একদিন থেকে কিভাবে এক বছর হয়ে গেল আমার মেয়ের।'