কলকাতা: আজ তাঁদের রিসেপশন। এই দিনটা নিয়েই বিশেষ অনেক পরিকল্পনা ছিল তাঁদের। শ্রীময়ী চট্টরাজ (Sreemoyee Chottoraj) আর কাঞ্চন মল্লিকের (Kanchan Mallick)-এর বিয়ের রিসেপশনে কেমন সাজলেন তাঁরা? টলিউড থেকে কারা কারাই বা সামিল হলেন টলিউডের এই যুগলকে নতুন জীবন শুরুর শুভেচ্ছা জানাতে? প্রকাশ্যে প্রথম ছবি।


আজ, মধ্য কলকাতার একটি রাজবাড়িতে আসর সাজানো হয়েছিল শ্রীময়ী ও কাঞ্চনের রিসেপশনের। তাঁদের আইনি বিয়ে হয়ে গিয়েছিল আগেই। সামাজিক রীতিনীতি মেনে বিয়েও সারা। আর এবার, টলিউডের কিছু বন্ধুবান্ধব, ঘনিষ্ঠ মানুষ ও পরিবারকে নিয়ে রিসেপশনের আয়োজন করেছিলেন কাঞ্চন ও শ্রীময়ী। 


আজকের দিনটার সাজের জন্য অনেকদিন থেকেই বিভিন্ন পরিকল্পনা করে রেখেছিলেন নববধূ। মূলত তাঁর ইচ্ছাতেই গায়ে হলুদ থেকে শুরু করে সাত পাক, সমস্ত রীতিনীতি পালন করা হয়েছে। রিসেপশনের দিন প্রথমে কথা ছিল, মুম্বইয়ের ডিজাইনারের পোশাকে সাজবেন কাঞ্চন ও শ্রীময়ী। তবে সময় খুব কম থাকার ফলে শেষমেশ তা সম্ভব হয়নি। নিজের বিয়ের পোশাকের পরিকল্পনা করেছিলেন শ্রীময়ী নিজেই। 


আজ, রিসেপশনের সন্ধেতে শ্রীময়ী পরেছিলেন একটি হালকা ছাইরঙা লেহঙ্গা। তাতে ভরাট কাজ। বলিউডি ছাপ রেখে লাল বা গোলাপির মতো উজ্জ্বল রঙ বাছেননি শ্রীময়ী, বরং পোশাকে ছিল কিছুটা ন্যুড ধাঁচ। মানানসই রূপটানের সঙ্গে হাতে ও গলায় ভরাট গয়না পরেছিলেন শ্রীময়ী। খোলা চুল আর টিকলিতেই সাজ সম্পূর্ণ করেছিলেন তিনি। অন্যদিকে কাঞ্চন পরেছিলেন কালো পাঞ্জাবি। তার ওপরে নিয়েছিলেন কালো কাশ্মিরী কাজের একটি শাল। 


বিয়ের দিন অবশ্য পোশাকে রঙমিলান্তি ছিল কাঞ্চন ও শ্রীময়ীর। ঘরোয়া বউভাতের সকালেও তাই। তবে রিসেপশনের দিন পোশাকের রঙ মিলিয়ে পরেননি তাঁরা। বর্তমানে বলিউডের নায়িকারা বিয়ের সময় পিচ বা অফ হোয়াইটের মতো ন্যুড শেডের লেহঙ্গা পরতেই পছন্দ করছেন। সেই ধারায় হাঁটলেও, শ্রীময়ীর সাজ ছিল বেশ অন্যরকম। সাধারণত ছাইরঙা লেহঙ্গা বিয়ের কনেকে পরতে দেখা যায় না। সেইদিক থেকে বেশ নজর কেড়েছেন শ্রীময়ী।


আজ, কাঞ্চন-শ্রীময়ীর রিসেপশনে হাজির ছিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, নন্দিতা রায়ের মতো টলিউডের ঘনিষ্ঠ মহলের বেশ কিছু বন্ধুবান্ধব। এছাড়াও ছিলেন পরিবারের সদস্যরা। 



আরও পড়ুন: Anant-Radhika Pre Wedding: দীর্ঘ প্রেমের পরিণতি, অনন্তকে বরবেশে দেখে আনন্দে চোখে জল রাধিকার


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।