Credit Card Rule: ক্রেডিট কার্ড ব্যবহার করেন ? তাহলে আপনার জন্য সুখবর এনেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এবার থেকে ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা তাঁদের পছন্দের নেটওয়ার্ক বেছে নিতে পারবেন অনায়াসেই। আরবিআই জানিয়েছে যে, কার্ড (Credit Card Rule) ইস্যু করে যে সংস্থাগুলি তাঁরা এমন কোনও ব্যবস্থা আনতে পারবে না যাতে অন্যান্য কার্ড নেটওয়ার্কের পরিষেবাগুলি ব্যবহার করতে না পারে গ্রাহকরা। এবার থেকে রিজার্ভ ব্যাঙ্কের ঘোষণা অনুসারে, গ্রাহকরা চাইলে একাধিক নেটওয়ার্ক বেছে নিতে পারেন।


এখন যারা ক্রেডিট কার্ড ব্যবহার করছেন তাঁরা পরের রিনিউয়ালের সময় থেকে এই সুবিধাটি পাবেন। রিজার্ভ ব্যাঙ্ক লক্ষ করেছে যে কার্ড নেটওয়ার্ক ও কার্ড ইস্যুকারী সংস্থার মধ্যে এমন বেশ কিছু ব্যবস্থা আছে যা গ্রাহকদের পছন্দের উপর উপলব্ধ ছিল না।


পেমেন্ট অ্যান্ড সেটলমেন্ট সিস্টেমস অ্যাক্ট ২০০৭-এর অধীনে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক এই নির্দেশ জারি করেছে যে এবার থেকে কার্ড ইস্যুকারী সংস্থা আর জোর করে গ্রাহকদের ক্রেডিট কার্ড নেটওয়ার্ক চাপিয়ে দিতে পারবে না। গ্রাহকরা এই ক্রেডিট কার্ড (Credit Card Rule) নেটওয়ার্ক বেছে নেওয়ার অপশন পাবেন। রিজার্ভ ব্যাঙ্ক স্পষ্টই কার্ড প্রদানকারী সংস্থা ও কার্ড নেটওয়ার্ক কোম্পানির মধ্যে কোনও রকম চুক্তি যা কিনা গ্রাহকের পক্ষে বাধা হয়ে দাঁড়ায় এমন কিছু চুক্তির উপর নিষেধাজ্ঞা জারি করেছে।


এই পদক্ষেপের মাধ্যমে মূলত দুই ধরনের সুবিধে হয়েছে, প্রথমত গ্রাহকরা কোনওভাবেই যাতে অন্যান্য কার্ড নেটওয়ার্কের পরিষেবা নিতে বাধা না পান, সেটা স্থির করতে কার্ড ইস্যুকারীদের উপর নিষেধাজ্ঞা রয়েছে। দ্বিতীয়ত, কার্ড ইস্যুকারী সংস্থা (Credit Card Rule) কার্ড দেওয়ার সময় যোগ্য গ্রাহককে আবশ্যিকভাবে তাঁদের পছন্দমত নেটওয়ার্ক বেছে নেওয়ার সুযোগ দেবে আর সবশেষে অতিরিক্ত সুবিধে হল পুরনো গ্রাহকরাও এই ব্যবস্থার আওতায় পড়বেন।


কারা এর আওতায় পড়বেন না


যে সমস্ত কার্ড ইস্যুকারী সংস্থা ১০ লাখের কম সক্রিয় কার্ড বণ্টন করেছে, তাঁরা এই নতুন নিয়মের আওতায় আসবে না বলেই জানিয়েছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক।


কবে থেকে এই নতুন নিয়ম চালু হবে


জানা গিয়েছে রিজার্ভ ব্যাঙ্কের এই নয়া নির্দেশিকা জারি হওয়ার ছয় মাসের মধ্যেই কার্যকর হবে সমস্ত কার্ড ইস্যুকারী সংস্থার জন্য।


বর্তমানে ভারতে আমেরিকান এক্সপ্রেস, মাস্টারকার্ড, ভিসা, ডিনারস ক্লাব ও রুপে এই চারটি স্বীকৃত কার্ড নেটওয়ার্ক রয়েছে। বর্তমানে এই সুবিধেটি শুধুমাত্র রুপে কার্ডেই পাওয়া যাবে বলে জানা গিয়েছে। ফলে এই নয়া নির্দেশিকায় রুপে কার্ড লাভবান হবে বলেই মনে করা হচ্ছে।  


আরও পড়ুন: Big Basket IPO: বাজারে কবে আসবে বিগ বাস্কেটের আইপিও ? কী জানাল সংস্থা ?