কলকাতা: এখন তাঁদের সোশ্যাল মিডিয়া জুড়ে কেবলই মধুচন্দ্রিমা-যাপনের ছবি। হবে নাই বা কেন.. দীর্ঘ অপেক্ষার পরে মধুচন্দ্রিমায় যাওয়ার সুযোগ পেয়েছেন যে। মলদ্বীপে গিয়েছেন কাঞ্চন মল্লিক (Kanchan Mallick) ও শ্রীময়ী চট্টরাজ (Sreemoyee Chattoraj)। আর সেখান থেকেই ইনস্টাগ্রামে একাধিক ছবি, ভিডিও শেয়ার করে নিচ্ছেন এই তারকাযুগল। তবে একটি বিশেষ পদ্ধতি মেনে। 


সোশ্যাল মিডিয়ার সমস্ত প্ল্যাটফর্মে সমানভাবে ছবি শেয়ার করে নেননি কাঞ্চন বা শ্রীময়ী কেউই। মলদ্বীপ থেকে বেশিরভাগ ছবিই ভাগ করে নিয়েছেন শ্রীময়ীই, কাঞ্চন নয়। তবে ফেসবুক বা ট্যুইটার নয়.. নিজের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকেই যাবতীয় ছবি শেয়ার করে নিয়েছেন শ্রীময়ী। তবে একটি বিশেষ পদ্ধতি মেনে। মধুচন্দ্রিমার সমস্ত ছবির কমেন্টবক্স লিমিটেড করে রেখেছেন শ্রীময়ী। অর্থাৎ চাইলেও যে কেউ এসে মন্তব্য করে যেতে পারবেন না কাঞ্চন শ্রীময়ীর ছবিতে। অন্যদিকে নিজের ব্যক্তিগত প্রোফাইল থেকে কাঞ্চন যে একার ছবিও শেয়ার করে নিয়েছেন, তারও কমেন্টবক্স অফ করা। আর সেই কারণেই কাঞ্চন শ্রীময়ীর কোনও ছবিতেই কোনও মন্তব্য চোখে পড়ছে না সাধারণ মানুষের। 


অন্যদিকে ফেসবুকে হনিমুনের টুকরো সব ছবি শেয়ার করে নিলেও, তার বেশিরভাগ ছবিতেই শ্রীময়ী একা। কাঞ্চনের সঙ্গে কোনও ঘনিষ্ঠ ছবিই ফেসবুকে শেয়ার করে নেননি শ্রীময়ী। তাঁদের যাবতীয় ঘনিষ্ঠ ছবি-ভিডিও রয়েছে ইনস্টাগ্রামে। সম্ভবত নেতিবাচক মন্তব্য এড়ানোর জন্যই এই পদ্ধতি অবলম্বন করেছেন কাঞ্চন শ্রীময়ী। তাঁরা এখন কেবল একে অপরের সঙ্গেই সময় কাটাতে চান। কোনও নেতিবাচক মন্তব্য এসে তাঁদের বিব্রত করুক, সেটা চান না কাঞ্চন ও শ্রীময়ী কেউই। 


প্রসঙ্গত, এবিপি লাইভকে দেওয়া সাক্ষাৎকারে শ্রীময়ী এর আগে অভিমান ব্যক্ত করেছিলেন যে ছবির শ্যুটিংয়ের জন্যই কাঞ্চন মধুচন্দ্রিমায় যেতে পারছেন না। অবশেষে কাজ মিটিয়ে যুগলে গিয়েছেন একান্তে সময় কাটাতে।


 






আরও পড়ুন: Anant-Radhika Wedding: অনন্ত-রাধিকার বিয়ের আগে গণবিবাহের আয়োজন মুকেশ-নীতার, উপহারে সোনা-রুপোর গয়না, ১ বছরের রেশন, আরও কত কী


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।