Anant-Radhika Wedding: অনন্ত-রাধিকার বিয়ের আগে গণবিবাহের আয়োজন মুকেশ-নীতার, উপহারে সোনা-রুপোর গয়না, ১ বছরের রেশন, আরও কত কী
সামনেই অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ে। তার আগে চলছে প্রাক-বিবাহ অনুষ্ঠান পর্ব। তারই অংশ হিসেবে গণবিবাহের আয়োজন করল আম্বানি পরিবার।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমুকেশ আম্বানি ও নীতা আম্বানির তত্ত্বাবধানে, সমাজের পিছিয়ে পড়া মানুষের জীবনের নতুন অধ্যায় শুরু হল ধুমধাম করে। এই অনুষ্ঠানের মাধ্যমেই প্রাক-বিবাহ পর্ব শুরু হল।
এদিন মুম্বই থেকে ১০০ কিমি দূরে অবস্থিত পালঘর অঞ্চলের প্রায় ৫০-এরও বেশি দুঃস্থ যুগলের বিয়ের আয়োজন করা হয়। রিলায়েন্স কর্পোরেট পার্কে বিয়ের অনুষ্ঠান হয়।
রীতি মেনে বিয়ের অনুষ্ঠানে হাজির ছিলেন প্রায় ৮০০ মানুষ। ছিলেন দম্পতিদের পরিবারের লোকজনও। এই অনুষ্ঠান দিয়ে শুরুর মাধ্যমে আম্বানি পরিবার আসন্ন বিয়ের মরশুমে আরও ১০০ পরিবারের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন।
আম্বানি পরিবার 'মানব সেবাই মাধব সেবা' এই মন্ত্রে বিশ্বাসী। অর্থাৎ মানুষের সেবা করাই ঈশ্বরের সেবা করার সমান। বাড়ির যেকোনও বড় অনুষ্ঠানের শুরুই অন্যদের সাহায্যের মাধ্যমে করে থাকেন তাঁরা।
এদিনের অনুষ্ঠানে লাল শাড়িতে চোখ ধাঁধানো সাজে উপস্থিত ছিলেন নীতা আম্বানি। ছিলেন মুকেশ আম্বানি ও পরিবারের অন্যান্যরা। এছাড়াও ছিলেন একাধিক সমাজকর্মী।
প্রত্যেক নবদম্পতিকে নিজেরা গিয়ে শুভেচ্ছা জানান তাঁরা। সকলেই আম্বানি পরিবারের সান্নিধ্যে আপ্লুত, তা বলাই বাহুল্য।
গণবিবাহের আয়োজনে কোনও ত্রুটি ছিল না। প্রত্যেক দম্পতিকে সোনার গয়না উপহার দেওয়া হয় যার মধ্যে মঙ্গলসূত্র, বিয়ের আংটি, নাকছাবিও ছিল। এছাড়া রুপোর গয়নাও ছিল।
এছাড়া প্রত্যেক কনের হাতে 'স্ত্রীধন' হিসেবে ১ লক্ষ ১ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়। প্রায় ১ বছরের জন্য যথেষ্ট পরিমাণে দৈনন্দিন জিনিসপত্র, বাজার সবজি, বাসনপত্র, গ্যাস স্টোভ, মিক্সার, ফ্যান, এমনকী বালিশ, তোষকও দেওয়া হয়েছে প্রত্যেককে।
অনুষ্ঠানের শেষে রাজকীয় ভোজের আয়োজন ছিল অবশ্যই। এছাড়াও আমন্ত্রিতদের জন্য ওয়ারলি জনজাতির 'তরপা' নাচের আয়োজন করা হয়েছিল। যা সেই সন্ধ্যায় অন্য মাত্রা এনে দেয়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -