কলকাতা: সদ্য মা হয়েছেন তিনি। আর সেটাই যে তাঁর জীবনের সেরা প্রাপ্তি, সেটা তার কথায় ফুটে উঠছে। কোলে এসেছে ছোট্ট কৃষভি। আর এবার, মাতৃত্বকালীন ফটোশ্যুটের কথা প্রকাশ্যে আনলেন শ্রীময়ী চট্টোরাজ (Sreemoyee Chottoraj)। রেশমি বস্ত্রে স্পষ্ট উন্মুক্ত বেবিবাম্প। আর সেই বেবিবাম্প আগলে রয়েছেন শ্রীময়ী। সোশ্যাল মিডিয়ায় এই ছবি প্রকাশ্যে আসতেই অনেকেই শুভেচ্ছা ও আদর জানিয়েছেন অভিনেত্রীকে।
মা হয়েছেন শ্রীময়ী চট্টরাজ। বাবা হয়েছেন কাঞ্চন মল্লিক (Kanchan Mallick)। এতদিন তিনি লুকিয়েই রেখেছিলেন অন্তঃসত্ত্বা হওয়ার খবর। এই বিষয়ে তাঁকে প্রশ্ন করা হলেও তিনি সেই সম্ভাবনা উড়িয়েই দিয়েছেন। তবে মেয়ের জন্মের পরে সোশ্যাল মিডিয়ায় মেয়ের নাম সহ মা হওয়ার খবর শেয়ার করে নিয়েছিলেন শ্রীময়ী। ইতিমধ্যেই, সাধের ছবি শেয়ার করে নিলেন অভিনেত্রী। বাইরের কাউকে না বললেও, পরিবারের মধ্যে ধুমধাম করে সাধ পালন করেছিলেন শ্রীময়ী। আর সবসময়ের জন্যই পাশে ছিলেন কাঞ্চন।
এর আগে, সোশ্যাল মিডিয়ায় হাসপাতাল থেকে ছবি শেয়ার করে শ্রীময়ী লিখেছিলেন, 'সেই মানুষটা, যে বিবাহের আগে আমার সমস্ত খারাপ এবং ভাল মুহূর্তে আমার পাশে ছিল একজন ভাল বন্ধুর মতোই। সেই মানুষটা যে আমার প্রেগনেন্সি সফরের একেবারে প্রথম দিন থেকে আমার খেয়াল রেখেছে, শরীরের যত্ন নিয়েছে, আমার যখন যা খেতে ইচ্ছে করে এনে দিয়েছে, আমার মানসিক সমস্ত ওঠাপড়া হাসিমুখে সামলেছে, ভালবাসা দিয়ে আমায় আগলে রেখেছে.. এখনও আমায় আর আমার মেয়েকে ভালবাসা দিয়ে আগলে রেখেছে। কেবিনে আমার সঙ্গে রাতের পর রাত জেগেছে। হয়তো তোমার জন্যই আমি একটা প্রাণকে সুস্থভাবে পৃথিবীতে আনতে পেরেছি। এই মানুষটা আমায় আমার জীবনের সেরা উপহারটা দিয়েছে। তোমায় ভালবাসি।'
আর এবার শ্রীময়ী শেয়ার করে নিয়েছেন রেট্রো লুকে তাঁর প্রেগন্যান্সি ফটোশ্যুটের ছবি। সাদা কালো ছবিতে দেখা যাচ্ছে দুই বিনুনি বাঁধা তাঁর। রেশমি কাপড়ে ঢাকা শরীর আর উন্মুক্ত বেবিবাম্প। স্ফীতোদর আগলে দাঁড়িয়ে রয়েছে শ্রীময়ী। তাঁর চোখে মুখে খুশির ঝলক। সোশ্যাল মিডিয়ায় এই ছবি শেয়ার করে শ্রীময়ী লিখেছেন, 'জীবনে আমি অনেক কিছুর জন্যই গর্বিত। তবে সবচেয়ে গর্বিত মা হওয়ার জন্য'
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।