Job Opportunity: কৃত্রিম বুদ্ধিমত্তার প্রকোপ যত বাড়ছে, ততই যেন চাকরিক্ষেত্রে মন্দার আঁচ পাওয়া যাচ্ছে। কিন্তু তার পাশাপাশি এই কৃত্রিম বুদ্ধিমত্তার দুনিয়াতেই আগামীদিনে আরও বহুল কর্মসংস্থান হতে চলেছে দেশে, এমনই জানা গিয়েছে একটি প্রতিবেদনে। আজ বুধবার ১৩ নভেম্বর একটি সাম্প্রতিক রিপোর্টে দেখা যাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI Jobs) সহযোগে ভারতের ওয়ার্কফোর্স ২০২৩ সালে ৪২৩.৭৩ মিলিয়ন থেকে বেড়ে ২০২৮ সালে গিয়ে দাঁড়াবে ৪৫৭.৬২ মিলিয়নে। আগামী ৫ বছরের মধ্যে দেশের কর্মীসংখ্যা বা কর্মসংস্থান (Job News) বাড়বে ৩৩.৮৯ মিলিয়ন অর্থাৎ ৩.৩৯ কোটি। ফলে এত সংখ্যক মানুষ চাকরি পাবেন আগামী দিনে।
একটি AI প্ল্যাটফর্ম সার্ভিসনাও-এর পক্ষ থেকে একটি সমীক্ষায় জানা গিয়েছে আগামী ২০২৮ সালের মধ্যে টেকনোলজি সম্পর্কিত চাকরির ক্ষেত্রে আরো ২.৭৩ মিলিয়ন নতুন মানুষের কর্মসংস্থান হতে চলেছে। ফলে দেশের চাকরি জগতে নতুন বাতাবরণ তৈরি হবে। পিয়ারসন নামের বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় সংস্থার সমীক্ষা অনুযায়ী দেশে রিটেইল সেক্টরে সবথেকে বেশি কর্মসংস্থান হবে। এই সেক্টরের সমৃদ্ধির জন্য দরকার আরও ৬.৯৬ মিলিয়ন অতিরিক্ত কর্মী। এই রিটেইল সেক্টরের পরে ম্যানুফ্যাকচারিং জগতে কর্মসংস্থান হবে ১.৫০ মিলিয়ন, শিক্ষা জগতে চাকরি হবে ০.৮৪ মিলিয়ন, একইসঙ্গে স্বাস্থ্য ও পরিষেবা জগতে ০.৮০ মিলিয়ন কর্মসংস্থান হবে বলে জানা গিয়েছে এই সমীক্ষায়।
ইন্ডাস্ট্রিতে প্রযুক্তি-সম্পর্কিত চাকরির পরিমাণ বাড়বে আরও। এর মধ্যে সবথেকে বেশি চাহিদা রয়েছে সফটওয়্যার অ্যাপ্লিকেশন ডেভেলপারদের। আগামী ৫ বছরে এই ক্ষেত্রে আরও ১ লক্ষ ৮ হাজার ৭০০ লোকের কর্মসংস্থান হবে বলে জানা গিয়েছে। এছাড়াও সিস্টেম সফটওয়্যার ডেভেলপার এবং ডেটা ইঞ্জিনিয়ারদের জন্য চাকরির সংখ্যা বাড়বে দেশে। আশা করা হচ্ছে, এই দুই পদের জন্য ৪৮,৮০০ এবং ৪৮,৫০০ চাকরি হবে আগামী ৫ বছরের মধ্যে। ওয়েব ডেভেলপার, ডেটা অ্যানালিসিস এবং সফটওয়্যার টেস্টারের ক্ষেত্রেও অনেক কর্মসংস্থান হবে বলে জানা গিয়েছে। সমীক্ষা বলছে ডেটা ইন্টিগ্রেশন স্পেশালিস্ট, ডেটাবেস আর্কিটেক্ট, ডেটা সায়েন্টিস্ট, কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস ম্যানেজারের পদেও ৪২,৭০০ থেকে ৪৩,৩০০ নিয়োগ হবে আগামী ৫ বছরের মধ্যে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Bank Jobs: এই ব্যাঙ্কে বিপুল পদে ট্রেনি নিয়োগ, বাড়ল আবেদনের সময়সীমা- কী যোগ্যতা লাগবে ?
Education Loan Information:
Calculate Education Loan EMI