কলকাতা: মধুচন্দ্রিমা নয় ,তাঁরা মলদ্বীপ গিয়েছিলেন 'বেবিমুন'-এ। সেই সময়ে সেই কথা ঘুণাক্ষরেও জানতে পারেননি কেউ। প্রত্যেকেই মনে করেছিলেন, বিয়ের পরে মধুচন্দ্রিমায় গিয়েছেন শ্রীময়ী চট্টরাজ (Sreemoyee Chottoraj) ও কাঞ্চন মল্লিক (Kanchan Mallick)। তবে সেই সময়েই তাঁরা প্রত্যাশা করছিলেন একরত্তি কৃষভিকে। আর 'বেবিমুন'-এ যাওয়ার সময় কী ঘটেছিল ফ্লাইটে? সোশ্যাল মিডিয়ায় সেই কথাই এতদিন জানালেন শ্রীময়ী। 


আজকে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করে নিয়েছেন শ্রীময়ী। নাহ..নিজের ছবি নয়, একটি খাবার ট্রে-র ছবি। সেখানে রয়েছে একটি আপেল, একটি কলা, খেজুর, মখানা ও দুই ধরনের বিস্কিট। তার সঙ্গে রয়েছে একটি কার্ড। সেখানে লেখা, 'হবু মায়ের উদ্দেশে.. আশা করি আমাদের সঙ্গে সফর করে আপনার ভাল লেগেছে। আপনাকে আর আপনার যে সন্তান আসছে তাঁরা সবাই সুস্থ থাকুন। আপনার মাতৃত্বের যাত্রা শুভ ও সুন্দর হোক।'


শ্রীময়ীর বড় ভাল লেগেছিল সেই লেখা। ফ্রেমবন্দি করে রেখেছিলেন তিনি। আজ সোশ্যাল মিডিয়ায় সেই ভাল লাগার কথা শেয়ার করে নিলেন তিনি। আপাতত শ্রীময়ীর গোটা সময়টা কাটছে মেয়ে কৃষভিকে নিয়েই। হাসপাতাল থেকে বাড়ি এসেছেন তিনি। হাসপাতাল থেকেও টুকরো টুকরো ছবি শ্রীময়ী শেয়ার করে নিতেন। সেখানেই তিনি জানিয়েছিলেন কাঞ্চন তাঁর ঠিক কতটা খেয়াল রাখছেন। কতটা পাশে থাকছেন। 


কাঞ্চনের সঙ্গে একটি ছবি হাসপাতাল থেকেই শেয়ার করে নিয়েছিলেন তিনি। লিখেছিলেন, 'সেই মানুষটা, যে বিবাহের আগে আমার সমস্ত খারাপ এবং ভাল মুহূর্তে আমার পাশে ছিল একজন ভাল বন্ধুর মতোই। সেই মানুষটা যে আমার প্রেগনেন্সি সফরের একেবারে প্রথম দিন থেকে আমার খেয়াল রেখেছে, শরীরের যত্ন নিয়েছে, আমার যখন যা খেতে ইচ্ছে করে এনে দিয়েছে,  আমার মানসিক সমস্ত ওঠাপড়া হাসিমুখে সামলেছে, ভালবাসা দিয়ে আমায় আগলে রেখেছে.. এখনও আমায় আর আমার মেয়েকে ভালবাসা দিয়ে আগলে রেখেছে। কেবিনে আমার সঙ্গে রাতের পর রাত জেগেছে। হয়তো তোমার জন্যই আমি একটা প্রাণকে সুস্থভাবে পৃথিবীতে আনতে পেরেছি। এই মানুষটা আমায় আমার জীবনের সেরা উপহারটা দিয়েছে। তোমায় ভালবাসি।'