নয়াদিল্লি:  চলতি বছরের সবচেয়ে ব্লকবাস্টার সিনেমা ‘বাহুবলী ২’-তে ‘শিবগামী’র চরিত্রে অভিনয়ের জন্য  প্রশংসিত হয়েছে অভিনেত্রী রম্যা কৃষ্ণণ। সিনেমার দুটি ভাগে তাঁর অভিনয় দর্শক ও সমালোচকদের বাহবা কুড়িয়েছে। যদিও এই চরিত্রের জন্য রম্যাকে প্রথমে ভাবা হয়নি। প্রথমে অফার দেওয়া হয়েছিল বলিউড অভিনেত্রী শ্রীদেবীকে। কিন্তু ওই প্রস্তাব গ্রহণ করেননি বলিউড অভিনেত্রী।
‘বাহুবলী ২’-র সাফল্যর পর  প্রশ্ন উঠেছে, এমন একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের প্রস্তাব কীভাবে ফিরিয়ে দিলেন শ্রীদেবী। এ ব্যাপারে শ্রীদেবীর বক্তব্য জানা গেছে। তিনি সাফ বলেছেন, সিনেমাটি তো হয়ে গিয়েছে। অন্য একজন অভিনেত্রী ওই চরিত্রে অভিনয় করেছেন। বক্সঅফিসে সুপারহিটও হয়েছে সিনেমা। তাহলে আর এ বিষয়ে মাথা ঘামিয়ে লাভটা কী।
তাঁর আগামী সিনেমা ‘মম’-এর প্রোমোশন করতে গিয়ে এ কথা বলেছেন শ্রীদেবী। ৭ জুলাই মুক্তি পাবে ‘মম’।
উল্লেখ্য, এর আগে বিশিষ্ট পরিচালক রামগোপাল শর্মা ট্যুইট করে শ্রীদেবীর কাছে জানতে চেয়েছিলেন, কেন তিনি ‘বাহুবলী ২’ –তে অভিনয়ের প্রস্তাব ফিরিয়েছিলেন। রাম গোপাল বলেছিলেন, শ্রীদেবী অভিনয় করলে প্রভাসের থেকেও তাঁর অভিনয়ের প্রশংসাই বেশি হত।
‘শিবগামী’ চরিত্রের জন্য পরিচালক রাজামৌলির প্রথম পছন্দ ছিলেন শ্রীদেবী। কিন্তু এ জন্য শ্রীদেবী যে পারিশ্রমিক দাবি করেন তা অনেক বেশি মনে করেছিলেন ‘বাহুবলী ২’-র পরিচালক। সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, শ্রীদেবী ৬ কোটি টাকা পারিশ্রমিক চেয়েছিলেন।
শ্রীদেবী রাজি না হওয়ায় রাজামৌলি রম্যাকে নেন। তিনি ২ কোটি টাকা পারিশ্রমিক হিসেবে নিয়েছেন।