মুম্বই: শ্রীদেবীর মৃত্যু ঘিরে উঠছে একগুচ্ছ প্রশ্ন। স্বামী বনি কপূর ও ছোট মেয়ে মুম্বই ফিরলেও কেন সংযুক্ত আরব আমীরশাহীতেই রয়ে গিয়েছিলেন শ্রীদেবী? ২১ ফেব্রুয়ারি ফিরে এসেছিলেন বনি ও ছোট মেয়ে খুশি। প্রশ্ন উঠছে, ২৪ ফেব্রুয়ারি আবার কেন দুবাই রওনা দেন বনি কপূর? ওইদিন বনি হোটেলে ঢোকার আধঘণ্টার মধ্যেই শ্রীদেবীর মৃত্যু হয়। বনি মুম্বই ফিরে আসার পর ৪৮ ঘণ্টা ধরে হোটেলের ঘরে নিজেকে বন্দি রেখেছিলেন শ্রীদেবী। হোটেলের ঘর থেকে কেন বেরোননি শ্রীদেবী, তা নিয়েও প্রশ্ন উঠছে।
এসবের মধ্যেই জানা গিয়েছে, নিজের আঁকা ছবির নিলামের জন্য আমিরশাহীতে রয়ে গিয়েছিলেন শ্রীদেবী। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ৫ থেকে ১০ ঘণ্টা করে প্রত্যহ আঁকছিলেন শ্রীদেবী। অভিনেত্রী সোনম কপূরের ছবি আঁকছিলেন তিনি। সাঁওয়ারিয়াতে অভিনীত সোনমের চরিত্রের পোর্ট্রেট আঁকছিলেন শ্রীদেবী। জানা গিয়েছে, সোনমের পোর্ট্রেটের বেস প্রাইস ধার্য হয়েছিল ১০ লক্ষ। মাইকেল জ্যাকসনের ছবিও আঁকছিলেন শ্রীদেবী। জ্যাকসনের ছবির বেস প্রাইস ধার্য হয়েছিল ৮ লক্ষ টাকা। নিলাম থেকে সংগৃহীত টাকা চ্যারিটিতে দেওয়ার পরিকল্পনা ছিল শ্রীদেবীর।