চেন্নাই: প্রয়াত শ্রীদেবীর চিতাভস্ম আগামীকাল রামেশ্বরমের কাছে সমুদ্রে ভাসিয়ে দেওয়া হবে। গত বুধবার শেষকৃত্য হয়েছে মাত্র ৫৪ বছরে অসংখ্য ভক্ত, অনুরাগীদের কাঁদিয়ে পৃথিবী ছেড়ে চলে যাওয়া বলিউড সুপারস্টার অভিনেত্রীর। আজ শ্রীদেবীর স্বামী বনি কপূর একটি পাত্রে তাঁর চিতাভস্ম নিয়ে এসেছেন চেন্নাইয়ে।
সংবাদ সংস্থা পিটিআইয়ের খবর, আগামীকাল বিশেষ বিমানে সেই চিতাভস্ম নিয়ে যাওয়া হবে রামেশ্বরমে।
২৪ ফেব্রুয়ারি দুবাইয়ের হোটেলে শ্রীদেবীর মৃত্যুর পর থেকে তাঁর দেহ দেশে ফেরা পর্যন্ত উত্কণ্ঠায় প্রহর গুনেছেন অনুরাগীরা। দীর্ঘ বিলম্বের পর নিথর দেহ দেশে ফেরার পর মুম্বইয়ের রাস্তায় ঢল নামে ভক্তদের। দেশের নানা রাজ্য থেকেও আসেন তাঁরা, একবার তাঁকে শেষবারের জন্য দর্শন করতে। কী করে এত অল্প বয়সে তিনি চলে গেলেন, ভেবে হতবাক, বাকরুদ্ধ হন তাঁরা।
তামিলনাড়ুর এক গ্রামেই জন্ম হয়েছিল শ্রীদেবীর। তামিল সিনেমা দিয়ে কেরিয়ার শুরু করলেও অভিনয় দক্ষতার জোরে সারা ভারতের সিনেমাপ্রেমীদের নয়নের মণি হয়ে ওঠেন।