কলকাতা: কপিল শর্মার শো টিভি থেকে শুরু করে, বর্তমানে ওটিটি প্ল্যাটফর্মেও বেশ জনপ্রিয়। এই কমেডি শো-তে সাধারাণত এক একজন করে অভিনেতা বা অভিনেত্রী আসেন অতিথি হিসেবে। আর তাঁদের সঙ্গে বিভিন্ন গল্প আর কথার মধ্যেই উঠে আসে বিভিন্ন মজার রসদ। এমনই ফরম্যাট এই শো-এর। কিন্তু সেই মজা যদি মাত্রা ছাড়ায় তাহলে? এবার কপিল শর্মার শো-তে রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান করার অভিযোগ উঠল। অভিযোগ তুললেন শ্রীজাত। লেখক পরিচালকের অভিযোগ, রবীন্দ্রনাথ ঠাকুরের 'একলা চলো' গানটি নিয়ে মাত্রাধিক মস্করা করা হয়েছে।


এই বিষয়ে আইনি পরামর্শ পর্যন্ত নিয়ে ফেলেছেন শ্রীজাত। রবীন্দ্রনাথকে অবমাননা করা হয়েছে এই অভিযোগে তিনি প্রকাশ্যে কপিল শর্মার শো-এর তরফ থেকে ক্ষমাপ্রার্থনা দাবি করেছেন ও ওই অংশটি পুনর্সম্পাদনা করারও দাবি করেছেন। শুধু তাই নয়, শ্রীজাত দাবি করেছেন যে তিনি সাতদিন সময় দিচ্ছেন। এই সাতদিনের মধ্যেই ক্ষমাপ্রার্থনা করতে হবে ও অংশটি পুনর্সম্পাদনা করতে হবে। অন্যথায় তিনি আইনি পথে হাঁটবেন বলে জানিয়ে দিয়েছেন। শ্রীজাত লিখেছেন এই বিষয়ে যদি তিনি কাউকে সঙ্গে নাও পান তবুও তিনি আইনি পথেই থাকবেন। আর এই বিষয়ে তাঁর অনুপ্রেরণা রবীন্দ্রনাথের সেই গান, 'একলা চলো রে'। যে গান নিয়ে এত তোলপাড়, সেই গানই শ্রীজাতর চলার পাথেয়। ঠিক কী হয়েছে এই গান নিয়ে? 


শ্রীজাত জানিয়েছেন, এই এপিসোডে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজল ও কৃতি শ্যানন। পর্বের মাঝামাঝি, কপিলের এক সহকারী শিল্পী বা কৌতুকাভিনেতা কৃষ্ণ অভিষেক উপস্থিত হন মঞ্চে। শ্রীজাত লিখছেন, 'সম্ভবত কাজলকে বাঙালি বংশোদ্ভুত হিসেবে পেয়েই রবীন্দ্রনাথের একটি গানকে মস্করার সরঞ্জাম হিসেবে বেছে নেন। হঠাৎ তো বেছে নেননি, সেভাবেই চিত্রনাট্য সাজানো ছিল। ঠিক কী হয়েছে, কেমনভাবে হয়েছে, এখানে বিস্তারিত বলছি না। কিন্তু ‘একলা চলো রে’ গানটি নিয়ে কৃষ্ণ অভিষেক যে-ব্যাঙ্গাত্মক অঙ্গভঙ্গি ও কথাবার্তার উদ্রেক করেছেন, তা সম্মান ও শালীনতার মাত্রা ছাড়িয়ে বহুদূর চলে গেছে, অন্তত আমার চোখে। পর্বটি যথাস্থানে আছে, কেউ চাইলে দেখে নিতে পারেন, আর যাঁরা ইতিমধ্যেই দেখেছেন, তাঁরা ভালই জানেন।' এবার শ্রীজাতর এই লড়াই আইনি পথে গড়ায় নাকি শো-এর পক্ষ থেকে ক্ষমা চাওয়া হয়, সেটাই দেখার।



 


আরও পড়ুন: Mithun-Subhasree: পর্দায় মিঠুনের হয়ে লড়বেন শুভশ্রী, বিপক্ষ ঋত্বিক! রাজের পরিচালনায় আসছে 'সন্তান'


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে