কলকাতা: ২ নভেম্বর ১৯৩৫। জন্মগ্রহণ করেন বিখ্যাত বাঙালি সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। আজ তিনি ৮৬ বছর পূর্ণ করলেন। প্রিয় সাহিত্যিককে সোশ্যাল মিডিয়ায় জন্মদিনের শুভেচ্ছা জানালেন কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। শীর্ষেন্দু মুখোপাধ্যায়কে নিবেদন করলেন একটি কবিতা। কবিতার নাম 'স্বপ্ন'।
মঙ্গলবার নিজের সোশ্যাল মিডিয়ায় শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের একটি ছবি পোস্ট করেন শ্রীজাত। সঙ্গে লেখেন 'স্বপ্ন' কবিতাটি।
"আজব লেখার কারখানা তাঁর। গল্পে বা উপন্যাসে
ছুঁইয়ে রাখেন ম্যাজিক কলম, দারুণ লেখার বন্যা সে।
হাঁটতে বেরোন নিয়ম ক’রে, বাজার করেন সবজি রোজ।
লেখার টেবিল ঠিক ভরে যায়, ধন্যি এলেম কব্জিরও!
দেখা হলেই শান্ত হাসেন, শান দেওয়া তাঁর বুদ্ধিতে –
মনপড়ুয়া হিমসিমে যায় আসলবিনে সুদ দিতে।
মনকে বলি, পাঠক সেজে কদ্দিনই-বা বইবি লোন?
বইমেলা যা, বই কিনে নে, যেথায় তিনি সই বিলোন।
খুদে কিংবা দুঁদে পাঠক, সুদে কি আর নামবে ঋণ?
চিন্তাজলে নামান তিনি হরফবাঁধা সাবমেরিন।
ভাবনা কবেই উড়ল আমার মগজমধ্যে পেন ঢুকে...
স্বপ্নে বুঝি আপনারা কেউ দ্যাখেননি শীর্ষেন্দুকে?
শুভ জন্মদিন, জাদুকর!" (অপরিবর্তিত)
শ্রীজাতর পোস্টে শীর্ষেন্দু মুখোপাধ্যায়কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তাঁর অসংখ্য অনুরাগীরাও। একইসঙ্গে তাঁর পোস্টে কবিতাটির প্রশংসা করে কমেন্ট করেছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের মেয়ে দেবলীনা মুখোপাধ্যায়। তিনি লিখেছেন, 'খুব সুন্দর হয়েছে কবিতা। বাবাকে পড়ে শোনাবো। অনেক ধন্যবাদ শ্রীজাত।' তাঁর উত্তরে 'ভীত' কবির মন্তব্য, 'কী কাণ্ড! এইবার আমার ধুকপুকুনি শুরু হলো' কবিতার প্রশংসা করেছেন শ্রীজাতর অনুরাগীরাও।
অন্যদিকে, বিশিষ্ট সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়কে তাঁর জন্মদিনে শ্রদ্ধা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে 'অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস'।