কলকাতা: ২ নভেম্বর ৬৬ বছর পূর্ণ করলেন বাংলা সিনেমা জগতের বর্ষীয়াণ অভিনেতা চিরঞ্জিৎ চক্রবর্তী। অভিনেতার জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে শুভেচ্ছা জানালেন, বাংলা সিনে দুনিয়ার সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায়। 


সকাল থেকে সোশ্যাল মিডিয়া ভরেছে তাঁকে জানানো শুভেচ্ছাবার্তায়। বাদ গেলেন না বুম্বাদাও। ইনস্টাগ্রামে ছবি পোস্ট করলেন চিরঞ্জিতের সঙ্গে। ক্যাপশনে লিখলেন, 'শুভ জন্মদিন দীপক দা #ChiranjeetChakraborty. অসংখ্য শুভেচ্ছা রইলো। ভালো থেকো।' (অপরিবর্তিত)


 






প্রসেনজিতের পোস্টে চিরঞ্জিৎকে শুভেচ্ছা জানালেন অনুরাগীরাও। বহুদিন প্রসেনজিৎ-চিরঞ্জিৎকে যদিও একসঙ্গে কোনও সিনেমায় অভিনয় করতে দেখা যায়নি।


আজকাল সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। কিছুদিন আগেই বাংলা ছবির জনপ্রিয় অভিনেত্রী পল্লবী চট্টোপাধ্যায়ের জন্মদিন ছিল। ৫৬ বছর পূরণ করলেন তিনি। বোনের এই বিশেষ দিনে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ছবি পোস্ট করে শুভেচ্ছা জানান প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ভাইবোনের তিনটি ছবি একসঙ্গে পোস্ট করে আদুরে ক্যাপশনও লেখেন সকলের প্রিয় বুম্বা দা।


আরও পড়ুন: Shah Rukh Khan Birthday: 'স্যার, দোষ আপনার', জন্মদিনে শাহরুখ খানের উদ্দেশে খোলা চিঠি রাহুল বন্দ্যোপাধ্যায়ের


সোশ্যাল মিডিয়ায় পল্লবীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ক্যাপশনে তিনি লেখেন, 'শুভ জন্মদিন পল্লবী চট্টোপাধ্যায়। তুই তো জানিসই এই বিশেষ দিনটা আমার কাছেও বরাবর খুব স্পেশাল। ভাল থাকিস, আনন্দে থাকিস।' প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ছবিতে অভিনেত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন একাধিক অনুরাগীরা।