লকডাউনের চৈত্রে সৃজিত-মিথিলার বসন্তের স্মৃতিচারণ, শেয়ার করলেন বিয়ের ভিডিও
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 07 Apr 2020 09:45 AM (IST)
পাত্র-পাত্রীর কণ্ঠে বিয়ের গপ্প...ঠিক যেন নিটোল একটা প্রেম-কাহিনির মধুরেণ সমাপয়েত। কিংবা আরও একটা কাব্যের মিষ্টি সূচনা।
ছবি- অনিন্দ্য চট্টোপাধ্যায়ের ট্যুইটার।
কলকাতা: ঠিক যেন রূপকথা। এক প্রাসাদোপম বাড়ির সামনে সুন্দর একখান পালকি। যে পালকি করে যুগ যুগ ধরে টুকটুকে বউ আনার স্বপ্ন দেখে রূপকথা শোনা বাঙালি। এ গল্প তো রূপকথার চেয়ে কম কিছু নয়। দেশ-কাল-ধর্ম সবকিছুর বেড়া টপকে পদ্মার পাড়ের এক মেয়েকে ঘরে এনেছেন বাঙালি পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। লকডাউনের জেরে এখন চলছে তাঁদের রূপকথার রাজকন্যা-রাজপুত্তুরের মতোই অপেক্ষার নিশিযাপন। তাই তো চৈত্রের প্রখর রৌদ্রে চলছে তাঁদের বসন্তের স্মৃতিচারণ। সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে বাংলাদেশের অভিনেত্রী মিথিলা বিবাহবন্ধনে বাঁধা পড়েন ফেব্রুয়ারি মাসে। সেই সময়ের ভিডিওই এবার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন মিথিলা। ঠিক নিটোল একখানি স্ক্রিপ্টে বাঁধা তাঁদের সেই স্বল্পদৈর্ঘের বিয়ে-ভিডিও। ব্যাকগ্রাউন্ডে পাত্রেই ভয়েস ওভার। যে লাইনগুলি শুনতে পাচ্ছেন তা বাঁধা সৃজিতের গানের লাইন দিয়েই। যেমন, আমাকে আমার মতো থাকতে দাও, বলার দিন এবার শেষ......সৃজিত আর মিথিলা এখন এক রাস্তার ট্রামলাইন, এক কবিতার কাপ্লেট। আবার মিথিলা বলেছেন, প্রেম কেবলই একটি রাসায়নিক বিক্রিয়া কিনা জানেন না, কিন্তু মুখোমুখি বসে কথা বলে পাত্রের এক্স ফ্যাক্টরের সন্ধান তিনি পেয়েছেন। দেখুন দুই চলচ্চিত্র ব্যক্তিত্বের বিয়ের মিষ্টি ভিডিওটি। এই ভিডিওটির স্ক্রিপ্ট আসলে সৃজিতের বিয়ের রিসেপশনের আমন্ত্রণপত্রের বয়ান। .