কলকাতা: প্রেক্ষাগৃহ ভরছে যাঁর ছবি দেখতে, সেই ছবির নির্মাতাই শহর ছাড়লেন পুজোর মুখে। থাকছেন না কোনও প্রচারেও! বরং পরিবারকে নিয়ে, উড়ান দিলেন অজানা গন্তব্যে। শুধু তাই না.. জানিয়ে দিলেন লক্ষ্মীপুজোর আগে নাকি তাঁর দেখা মিলবে না!


কথা হচ্ছে সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherji)। গতকাল অর্থাৎ পঞ্চমীতেই মুক্তি পেয়েছে তাঁর মাল্টি-স্টারকাস্ট ছবি 'দশম অবতার' (Dawshom Awbotaar)। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের (Prosenjit Chatterjee)-র প্রবীর রায়চৌধুরীর মারকাটারি চরিত্র, বিজয় পোদ্দার অর্থাৎ অনির্বাণ ভট্টাচার্য্যের (Anirban Bhattacharyya)-র দুঁদে অভিনয়, যীশু সেনগুপ্তের (Jisshu S Sengupta)-র অনবদ্য চরিত্রায়ণ ও জয়া আহসানের (Jaya Ahsaan) চমক.. সব মিলিয়ে এই ছবিকে 'প্যাকেজ' বলাই যায়। ছবি মুক্তির পরে সাধারণত দর্শকদের কেমন লাগল তা জানার জন্য অধীর অপেক্ষা থাকে নির্মাতাদের। তবে সৃজিত মুখোপাধ্যায়ের সেইদিকে মন নেই। ছবি মুক্তির কাজ শেষ করেই, পারিবারিক সময় কাটাতে অজানা গন্তব্যে পাড়ি দিয়েছেন তিনি। 


সোশ্যাল মিডিয়ায় পঞ্চমীর রাতে একটি ছবি পোস্ট করেছেন সৃজিত। সেখানে দেখা যাচ্ছে, বিমানে বসে রয়েছেন তিনি। পাশে স্ত্রী রাফিয়াত রশিদ মিথিলা ও কন্যা আইরা। সৃজিত লিখেছেন, 'শারদ শুভেচ্ছা, সবার পুজো ভাল কাটুক। আর.. ওরা যেমন বলে.. লক্ষ্মীপুজোর পরে যোগাযোগ করবেন।'


পঞ্চমীর দিন মুক্তি পেয়েছে সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherjee) পরিচালিত, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee), অনির্বাণ ভট্টাচার্য্য (Anirban Bhattacharyya), যীশু সেনগুপ্ত (Jisshu Sengupta), জয়া আহসান (Jaya Ahsaan) অভিনীত ছবি। ফার্স্ট ডে ফার্স্ট শো দেখার জন্য অনেকেই টিকিট ভিড় জমিয়েছিলেন বিভিন্ন প্রেক্ষাগৃহে। 


প্রথম দিনের শো দেখতে,  স্টার থিয়েটারে হাজির হয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের অনুরাগীরা। প্রসেনজিতের ছবি, ধুনুচি নাচ, বাজনা.. সব মিলিয়ে জমজমাট ব়্যালির আয়োজন হয়েছিল। সেখানে একদিকে বাজনার শব্দে কান পাতা দায়, অন্যদিকে কখনও শোনা যাচ্ছে, 'শিরায় শিরায় রক্ত, আমরা বুম্বাদার ভক্ত', কখনও আবার, '৬১-তেও দিচ্ছে হিট' বা 'এবার পুজোয় 'দশম অবতার'। কেবল কলকাতা নয়, আজ এই শো-দেখতে নাকি অনেক দূর থেকেও এসেছেন অনুরাগীরা। কেউ ভোর ভোর চেপে পড়েছেন ট্রেনে, কেউ আবার স্টেশনেও রাত কাটিয়েছেন। কেবল অল্পবয়সীরা নয়, অনেক গৃহবধূ পর্যন্ত আজ হাজির হয়েছিলেন এই ব়্যালিতে... শুধুই নাকি ভালবাসার টানে। 


আরও পড়ুন: Mimi Chakraborty: ছবির প্রচারের ব্যস্ততা সামলেই বাড়ির পুজোর ঢাকে কাঠি, মিমি যেন ঘরের মেয়ে