কলকাতা: এই ছবির ঘোষণা হয়েছিল বেশ কিছুদিন আগেই, প্রকাশ্যে এসেছিল ছবির কাস্টিং ও! তবে কিছু সমস্যার কারণে পিছিয়ে গিয়েছিল এই সিনেমার শ্যুটিং, হয়েছে প্রযোজক বদল ও। অবশেষে চূড়ান্ত হল সিনেমার প্রযোজক ও কাস্টিং। নন্দী মুভিজ-এর হাত ধরে নতুন ছবি 'এম্পারর ভার্সেস শরৎচন্দ্র'-কে নিয়ে আসছেন সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherjee)। কালজয়ী উপন্যাস 'পথের দাবি'-র ১০০ বছর পূর্ণ হবে। তার আগে, সেই উপন্যাসকে ভিত্তি করেই নতুন সিনেমা আনতে চলেছেন সৃজিত। প্রযোজক পরিবর্তনের আগে সিনেমাটি ২০২৬ সালের মে মাসে মুক্তি পাওয়ার কথা ছিল, তবে এখন জানা যাচ্ছে, সিনেমাটির শ্যুটিং হবে জানুয়ারিতে। ছবির মুক্তি নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।
সেই উপন্যাস, সেই সময়কাল কিংবা শাসকের বিরুদ্ধাচারণ আজও কী ভাবে ভয়ঙ্কর পরিণতির দিকে ঠেলে দেয়, এই বিষয়গুলোকে পটভূমিকায় রেখেই আগামী ছবি সাজিয়েছেন সৃজিত। ছবিটি যৌথভাবে প্রযোজনা করার কথা ছিল, শ্রীকান্ত মোহতা-মহেন্দ্র সোনির এসভিএফ প্রযোজনা সংস্থা এবং রানা সরকারের দাগ ক্রিয়েটিভ মিডিয়া। তবে বর্তমানে জানা যাচ্ছে, নন্দী মুভিজ এই সিনেমাটি প্রযোজনা করছেন। ছবিটির মুখ্যভূমিকায় থাকছেন, আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee), টোটা রায়চৌধুরী (Tota Roychowdhury)। এই ছবিতে অভিনয় করার কথা ছিল সোহিনী সরকারের (Sohini Sarkar)। তবে প্রযোজনা সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, এই ছবিতে সোহিনী সরকার অভিনয় করছেন না। তাঁর জায়গায় দেখা যাবে মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)-কে।
আজ প্রকাশ্যে এসেছে সিনেমার পোস্টার, তবে সেখানে কোনও নায়ক নায়িকার মুখ নেই। সিনেমাটিতে আরও একাধিক চরিত্র, একাধিক চমক রয়েছে। তা সবই ক্রমশ প্রকাশ্যে। ১৯২৬ সালে মুক্তি পেয়েছিল শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের 'পথের দাবি'। এই উপন্যাস প্রকাশের পরে, দেশ জুড়ে ব্রিটিশ বিরোধী আন্দোলন আরও জোরদার হয়েছিল। এর ফলে, ১৯২৭ সালে বইটিকে সরকারীভাবে নিষিদ্ধ করা হয়। এরপরে, উত্তাল হয়ে ওঠে গোটা দেশ, সবাই সামিল হয় আন্দোলনে। সেই সময়ে আন্দোলনে সামিল হয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরও। সেই বিষয়কেই এবার পর্দায় তুলে আনবেন সৃজিত।
সৃজিতের এই ছবিতে কি থাকবে রাজনৈতিক ছোঁয়া? পরিচালক জানিয়েছেন, তিনি 'পথের দাবি'-র সময়কালকে পর্দায় তুলে ধরবেন তিনি। বর্তমান সময়ের সঙ্গে এর কোনও ছোঁয়া থাকবে না। সেই সময়ের বাংলা, ঘটনা এবং ব্যক্তিত্বদের নিয়ে সময় বানাতে চলেছেন সৃজিত।