কলকাতা: আজ, সত্যজিৎ রায়ের (Satyajit Roy) জন্মদিন। আর সেই দিনটাকেই বোধ হয় নিজের নতুন ফেলুদা-র পোস্টার লঞ্চের জন্য সঠিক বলে মনে করেছিলেন সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherjee)। নতুন ফেলুদা? তবে সে সৃজিত মুখোপাধ্যায় বলেছিলেন, তিনি আর ফেলুদা পরিচালনা করবেন না? বড়পর্দায় ফেলুদার ছবি করার রাইট এখনও তাঁর হাতে নেই। সৃজিত ওয়েব মাধ্যমের জন্যই ফেলুদা করছিলেন এতদিন। তবে 'ভূস্বর্গ ভয়ঙ্কর' ওয়েব সিরিজের মুক্তির পরে সৃজিত নিজেই ঘোষণা করেছিলেন, তিনি আর ফেলুদাকে নিয়ে ওয়েব সিরিজ করবেন না। তবে নতুন এই ওয়েব সিরিজের ঘোষণা কেন? 

Continues below advertisement

আজ মুক্তি পেল 'যত কাণ্ড কাঠমান্ডুতে'-র পোস্টার। আজ বিশপ লেফ্রয় রোডে হাজার হাজার অনুরাগীদের মধ্যে উপস্থিত ছিলেন টোটা রায়চৌধুরী, অনির্বাণ চক্রবর্তী ও কল্পন মিত্র ও। অবশ্যই উপস্থিত ছিলেন সন্দীপ রায়। সৃজিতের ফেলুদা, তোপসে ও জটায়ু। কিন্তু আবার কি নিজের কথা ফিরিয়ে নিলেন সৃজিত? নতুন করে শুরু করলেন ফেলুদা? সৃজিত জানিয়েছেন, এই ফেলুদা তাঁর নতুন করা নয়। প্রায় ৫ বছর আগে তিনি শ্যুটিং করেছিলেন এই ফেলুদার। সেই ফেলুদাই অবশেষে মুক্তি পাচ্ছে। সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় মুক্তি পেতে চলেছে এই ওয়েব সিরিজ। মুক্তি পাবে আড্ডা টাইমস-এ। এদিন সত্যজিৎ রায়কে শ্রদ্ধা জানান ফেলুদার গোটা টিম। 

তবে সৃজিত ফেলুদা না করলেও, টোটার ফেলুদা হওয়ার সফর থামছে না মোটেই। আগামীকে কমলেশ্বর মুখোপাধ্যায়ের পরিচালনায় আসতে চলেছে 'রয়াল বেঙ্গল রহস্য'। সেই সিরিজে অভিনয় করবেন এই ত্রয়ীই। টোটা, অনির্বাণ ও কল্পন। বড়পর্দায় ফেলুদার স্বস্ত্ব এখনও রয়েছে রায়বাড়ির হাতেই। সন্দীপ রায় ফেলুদা তৈরি করছেন ইন্দ্রনীল সেনগুপ্তকে নিয়ে। শোনা যাচ্ছে, সন্দীপ রায়ের পরবর্তী প্রজন্ম ওয়েব সিরিজের পর্দায় ফেলুদা আনতে পারেন। তবে সে সমস্ত অনেক দূরের ভাবনা। তবে আপাতত মানুষ যাতে নতুন নতুন ফেলুদার গল্প শোনার থেকে বঞ্চিত না হন, সেই কথা মাথায় রেখেই বিশেষ এই ব্যবস্থা করেছে (Hoichoi)। শোনা যাচ্ছে, সৃজিত নয়, এই বার ফেলুদা পরিচালনার গুরুদায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন কমলেশ্বর মুখোপাধ্যায়। 

Continues below advertisement

'ভূস্বর্গ ভয়ঙ্কর' মুক্তির আগেই সৃজিত ঘোষণা করেছিলেন, তিনি ওয়েব সিরিজের জন্য আর ফেলুদা তৈরি করবেন না। তাঁর যুক্তি ছিল, তিনি ফেলুদার জন্য বড় বাজেটের কাজ করে প্রযোজককে বিপাকে ফেলতে চান না। তবে এবার নাকি সেই দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন কমলেশ্বর। 'রয়াল বেঙ্গল রহস্য' নিয়ে তৈরি হচ্ছে নতুন সিরিজ। তবে এখনও শুরু হয়নি সিরিজের শ্যুটিং। শোনা যাচ্ছে, এই সিরিজের মুখ্যচরিত্রে দেখা যাবে টোটাকেই। অনির্বাণ চক্রবর্তীকে দেখা যাবে জটায়ুর চরিত্রে। ফলে সৃজিত ফেলুদার হাত ছাড়লেও এখনই থামছে না টোটার ফেলুদা সফর।