কলকাতা: তাঁর রচনায় মুগ্ধ হয় আট থেকে আশি। মনের আনন্দ হোক বা গভীরে লুকিয়ে রাখা ক্ষত, অনায়াসে তাঁর কলমে ধরা পড়ে শ্রুতিমধুর শব্দে। তিনি গুলজার (Happy Birthday Gulzar)। সকলের শ্রদ্ধার, আদরের, প্রিয় গুলজার সাব। বয়স বাড়লেও, হাসিতে তিনি চিরযুবক। আজ তাঁর জন্মদিন। আদুরে ছবি পোস্ট করে শুভেচ্ছা জানালেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji)। 


'গুলজার সাব'কে সৃজিতের শুভেচ্ছা


যেদিন প্রথম গুলজারের সঙ্গে কাজ করার কথা ঘোষণা করেন সেদিন যেমন শিশুসুলভ অনুরাগী মন ফুটে উঠেছিল তাঁর, তেমনই দেখা মিলল আজকের ছবিতে। 


ছবিতে সৃজিত মুখোপাধ্যায়কে দেখা যাচ্ছে ক্যামেরার দিকে তাকিয়ে তৃপ্তির হাসি হাসতে। তাঁর গালে স্নেহের ছোঁয়া গুলজারের। ছবিটি খানিক ঝাপসা হলেও অনুরাগ একেবারে স্পষ্ট। ছবিটি পোস্ট করে ক্যাপশনে সৃজিত লেখেন, 'শুভ জন্মদিন গুলজারসাব। শুধু আপনাকে চেনা, আপনার সঙ্গে কথা বলার সুযোগ পাওয়া, এবং অবশ্যই আপনার সঙ্গে কাজ করতে পারা আমার স্বপ্ন। এখনও আমি নিজেকে চিমটি কেটে দেখি।'


 






প্রসঙ্গত, গত ২৪ জুন মুক্তি পেয়েছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ছবি 'শেরদিল'। এই ছবির জন্য গান লেখেন গুলজার। সেই গানে কণ্ঠ দেন প্রয়াত গায়ক কেকে। গানের রেকর্ডিংয়ের পর তিনজনের একসঙ্গে ছবি পোস্ট করেছিলেন পরিচালক।


আরও পড়ুন: Bigg Boss 16: OMG! 'বিগ বস' সঞ্চালনা করতে জানেন কত টাকা পারিশ্রমিক চাইছেন সলমন খান?


আজ শ্রদ্ধেয়, কালজয়ী লিরিসিস্ট গুলজারের জন্মদিন। ৮৮ বছর পূর্ণ করলেন তিনি। তবে সকলে বলেন তিনি চিরযুবক। তাঁর যেন বয়স বাড়েই না। যেমন তাঁর লেখা কোনওদিনই পুরনো হয় না। গুলজারের পুরো নাম সম্পূরণ সিংহ কালরা (Sampooran Singh Kalra)। ১৯৩৪ সালে বর্তমান পাকিস্তানের ডিনায় জন্মগ্রহণ করেন তিনি।