কলকাতা: 'জিনিয়াস হ্যাজ় আ নিউ নেম, শেখর হোম'.. এই ভাষাতেই নিজের গোয়েন্দা চরিত্রের সঙ্গে আলাপ করিয়ে দিতে চাইলেন সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji)। মুক্তি পেল তাঁর নতুন ওয়েব সিরিজ 'শেখর হোম'--এর ট্রেলার। এই সিরিজে শেখরের ভূমিকায় রয়েছেন কে কে মেনন (K K Menon)। ওয়াটসনের ভূমিকায় দেখা যাবে রণবীর শোরে (Ranvir Shorey)-কে। তবে ট্রেলার মুক্তি পাওয়ার পরে যে দুই অভিনেতা নজর কেড়েছেন, তাঁরা হলেন রুদ্রনীল ঘোষ (Rudraneil Ghosh) ও কৌশিক সেন (Kaushik Sen)। সৃজিতের ওয়েব সিরিজের গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন এই দুই বাঙালি অভিনেতা। 


জিও সিনেমাতে মুক্তি পাবে স্যর আর্থার কোনাল ডয়েলের গল্প শার্লক হোমসের থেকে অনুপ্রাণিত ছবি 'শেখর হোম'। অনেকেই মনে করেছিলেন সৃজিত পরিচালনা করেছেন বলেই বাংলার কোনও অভিনেতাকে দেখা যেতে পারে মুখ্যচরিত্রে। তবে ছক ভেঙে কে কে মেননকে দিয়ে শেখর হোমসের চরিত্রে অভিনয় করানোর মতো কাজ করেছেন সৃজিত। ট্রেলারটি ইতিমধ্যেই অনেকের মনে ধরেছে। বিভিন্ন মানুষ বিভিন্ন মন্তব্যও করেছেন। বিশেষ করে গুরুত্বপূর্ণ চরিত্রে কৌশিক ও রুদ্রনীলকে দেখা নিয়ে উচ্ছ্বসিত সকলেই। এর আগে, এই সিরিজের শ্যুটিং শেষ করার পরে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছিলেন রুদ্রনীল। তখনই জানা গিয়েছিল এই সিরিজে দেখা যাবে তাঁকে। 


প্রসঙ্গত, সদ্যই 'সত্যি বলে সত্যি কিছু নেই'-এর শ্যুটিং শেষ করেছেন সৃজিত। 'এক রুকা হুয়া ফয়সালা' নামের একটি নাটক থেকেই তৈরি হয়েছে এই ছবিটির চিত্রনাট্য। প্রযোজনায় এসভিএফ (SVF)। মুখ্যভূমিকায় রয়েছেন, কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly), পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee), ফাল্গুনী চট্টোপাধ্যায় (Phalguni Chatterjee), কৌশিক সেন (Kaushik Sen), অনির্বাণ চক্রবর্তী (Anirban Chakrabarti), রাহুল বন্দ্যোপাধ্যায় (Rahul Banerjee), অনন্যা চট্টোপাধ্যায় (Ananya Chatterjee), সৌরসেনী মৈত্র (Sauraseni Maitra), কাঞ্চন মল্লিক (Kanchan Mullick), ঋত্বিক চক্রবর্তী (Ritwick Chakraborty), অর্জুন চক্রবর্তী (Arjun Chakrabarty), ও সুহোত্র মুখোপাধ্যায়  (Suhotra Mukhopadhyay)। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ছবির সব চরিত্রের লুকেরা। আর তার মধ্যে উল্লেখযোগ্য পরমব্রত চট্টোপাধ্যায়ের লুক।


 






আরও পড়ুন: Alivia Sarkar: 'জানি হাতে সময় কম ছিল...', প্রিয়জনকে হারিয়ে বিলাপ অলিভিয়ার


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।