কলকাতা: 'আমার সেই ছোট্ট উমা গোটা পৃথিবীর শত শত মেয়েদের মধ্যে 'ডিও'-র মডেল হিসেবে মনোনীত হয়েছে।মার্জারসরণীতে কি অবিশ্বাস্য আত্মবিশ্বাস নিয়ে হাঁটল ও। আর সমস্ত কিছু নিজে নিজে। গর্ব গর্ব গর্ব'.... পোস্টের লেখক পরিচালক সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherjee)। এই লেখার সঙ্গে যে ছবিটা তিনি শেয়ার করে নিয়েছেন তাঁকে এক নজরে দেখলে চেনাই যায় না। এক ঝলকে যেন অনেকটা বড় হয়ে গিয়েছে সেই কিশোরী। বোঝাই যায় না, এই সেই ২০১৮ সালের উমা ছবির নায়িকা। সারা সেনগুপ্ত (Sara Sengupta)। অভিনেতা যীশু সেনগুপ্তের (Jisshu Sengupta)-র বড় কন্যা।


আজ মুম্বইতে বসেছিল একটি বিদেশি ব্যান্ডের ফ্যাশন শো। সেখানে হাজির ছিলেন বিরাট কোহলি (Virat Kohli), অনুষ্কা শর্মা (Anushka Sharma)-র মতো তারকারা। তারকা দম্পতি থেকে শিল্পপতি পরিবারের মেয়ে এবং তাঁর হবু বৌদি, রেড কার্পেট আলো করলেন জনপ্রিয় ব্যক্তিরা। কেউ আবার এসেছিলেন একাও। আর সেই মার্জারসরণীতে দেখা গেল টলিউড ও বলিউড অভিনেতার কন্যা সারাকে।                                                 


যখন উমা ছবিতে সারা অভিনয় করেছিলেন তখন তাঁর বয়স ছিল মাত্র ১৩ বছর। এখন সারা সদ্য প্রাপ্তবয়স্ক। একটি নীল সবুজ পোশাক পরেছিলেন সারা। চোখে ছিল গাঢ় মেকআপ। মোট কথা বেশ নজর কেড়েছে এই স্টারকিড। আর তাঁর ছোট্ট উমাকে নিয়ে গর্বিত পরিচালক সৃজিত। 


আরও পড়ুন: Dev-Rukmini: সূর্যাস্তের আলো মেখে মলদ্বীপের সমুদ্রতটে নিভৃতে দেব-রুক্মিণী



 


প্রসঙ্গত, এখন সুপার সিঙ্গার (Super Singer)-এর নতুন সিজনের সঞ্চালনার হিসেবে রয়েছেন যীশু । তবে এবার বদল এসেছে বিচারকের প্যানেলে। এবার বিচারক হিসেবে থাকছেন শান (Shaan), মোনালি ঠাকুর (Monali Thakur), ও রুপম ইসলাম (Rupam Islam)। সদ্য তাঁকে দেখা যাবে একটি সিনেমাতেও। সোশ্যাল মিডিয়ায় সেই পোস্টারও শেয়ার করে নিয়েছেন যীশু।