কলকাতা: খবরের শিরোনাম থেকে মানুষের মুখে মুখে এখন কেবল দুটো নাম। পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) আর অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukherjee)। একাধিক ফ্ল্যাট থেকে কার্যত টাকার পাহাড় আর রাশি রাশি সোনা উদ্ধার হওয়া, বিভিন্ন নথি, সম্পত্তি, এই সমস্ত কথা যেন ভুলতে পারছে না পশ্চিমবঙ্গবাসী। অর্পিতা নিজের পেশা জানিয়েছিলেন অভিনেত্রী। পার্থ-অর্পিতার খবর প্রকাশ হওয়ার পরেই সোশ্যাল মিডিয়ায় সরগরম হয়ে উঠল আরও এক তৃণমূল নেতৃত্ব আর টলিউড অভিনেত্রীর ঘনিষ্ঠতা নিয়ে! তাঁরা মদন মিত্র (Madan Mitra) ও শ্রীতমা ভট্টাচার্য্য (Sreetama Bhattacharjee)।
আরও পড়ুন: Subha Bijoya: লাল সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, কৌশানীর দিক থেকে চোখ ফেরাতে পারছেন না বনি!
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় কার্যত ট্রোলিং (Trolling) হয়ে গিয়েছে একটি ছবিকে কেন্দ্র করে। সেখানে দেখা যাচ্ছে, মদন মিত্র আর শ্রীতমা পাশাপাশি দাঁড়িয়ে। শ্রীতমা জড়িয়ে রয়েছেন মদনকে। সেই ছবি থেকেই ট্রোলিংয়ের সূত্রপাত। সত্যিই কি কটাক্ষ করার মতো সম্পর্ক মদন মিত্রের সঙ্গে? এবিপি লাইভের ফোনের ওপার থেকে স্পষ্টবক্তা শ্রীতমা। বললেন, 'মদনদা আমার একটি শো-এর অতিথি ছিলেন। তখনই এই ছবি তোলা। আমরা অভিনেতা, অভিনেত্রী। কাজের সূত্রে, বিভিন্ন ক্ষেত্রের অনেকের সঙ্গেই আমাদের ছবি দেখতে পাবেন। সেই সমস্ত ছবি নিয়ে যদি ট্রোলিং শুরু হয়, তাহলে তো কাজ করা মুশকিল। মদন মিত্রের সঙ্গে কাজের বাইরে আমার আর কোনও সম্পর্ক নেই। মানুষ যে সম্পর্কের ইঙ্গিত করে ট্রোলিং করছেন, তা একেবারেই ভিত্তিহীন। কাজেই তাতে কান দিতে রাজি নই।'
সোশ্যাল মিডিয়া ট্রোলিং মানেই তো ইদানিং ব্যক্তিগত আক্রমণ। কীভাবে সামলান শ্রীতমা? অভিনেত্রী বলছেন, 'এই অভিজ্ঞতা আমার মতো অনেক অভিনেতা অভিনেত্রীরই হয়েছে। আমি সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট সক্রিয়। অথচ যে অ্য়াকাউন্ট থেকে ছবিটি ছড়ানো হল, কেউ দেখলেনও না সেটা একটা ভুয়ো অ্যাকাউন্ট। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে আমি নিজে যে ছবিটি শেয়ার করেছিলাম, তার ক্যাপশান পর্যন্ত আলাদা ছিল। আমার নামে ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করে যে যা খুশি পোস্ট করবে, আমি বরদাস্ত করব না।'