কলকাতাঃ 'আমি ষড়যন্ত্রের শিকার', মুখ খুলতেই কুণালের তোপের মুখে পার্থ। এদিন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নিয়ম মেনেই পার্থ-অর্পিতাকে জোকা ইএসআই হাসপাতালে (ESI Hospital) স্বাস্থ্য পরীক্ষা করাতে নিয়ে যাওয়া হয় ।  হাসপাতালে ঢোকার মুখে হুইলে চেয়ারে বসেই বিস্ফোরক  পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। তিনি মুখ খোলেন, বলেন, আমি ষড়যন্ত্রের শিকার। আর পার্থ ইস্যুতে এদিন কড়া প্রতিক্রিয়া দিলেন কুণাল ঘোষ । তিনি বলেন, 'চক্রান্ত হলে আইনের পথ খোলা আছে।' 


প্রসঙ্গত, এদিন হাইকোর্টের নিয়ম মেনেই পার্থ-অর্পিতাকে জোকা ইএসআই হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করাতে নিয়ে যাওয়া হয়। আর সেখানেই ধুন্ধুমারকাণ্ড। জোকা ইএসআই পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukherjee)। রাস্তায় বসে কাঁদতে থাকেন তিনি। জোর করে তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালের ভিতরে। হাসপাতালে ঢোকার মুখে এদিকে যখন তুমুল উত্তেজনা, তখনই হুইলে চেয়ারে বসেই বিস্ফোরক চোখে পার্থ চট্টোপাধ্যায় মুখ খোলেন, ক্ষণিকের মধ্যে বলেন, 'আমি ষড়যন্ত্রের শিকার।' আর পার্থ ইস্যুতে এদিন কড়া প্রতিক্রিয়া দিলেন কুণাল ঘোষ । তিনি বলেন, 'চক্রান্ত হলে আইনের পথ খোলা আছে।' 


সম্প্রতি তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, 'নয় বছর আগে আমি যখন গ্রেফতার হয়েছিলাম। আমি তখন নিজের বিবেকের কাছে পরিষ্কার ছিলাম যে আমি নির্দোষ। চক্রান্ত হয়েছে। আমাকে থামতে পুলিশ গাড়ি বাজাত। কথা বলতে দেওয়া হতো না। ' এখানেই পার্থ চট্টোপাধ্যায়ের কাজ নিয়ে একটি প্রশ্ন তুলেছেন তিনি। কুণাল বলেছেন, 'এখানে পার্থ চট্টোপাধ্যায়েক সামনে সংবাদমাধ্যম মাইক ধরছে। কথা বলার সুযোগ দিচ্ছে। তিনি কাকে ফোন করেছেন বলতে পারছেন। কেন মন্ত্রিত্ব ছাড়ব না বলতে পারছেন। কিন্তু এই নৈতিকতা নেই যে আমি নির্দোষ, এই শব্দটা কেন সুযোগ থাকা সত্ত্বেও তিনি বলছেন না। তিনি যদি মনে করেন, এত কিছুর পরেও,  মন্ত্রিত্ব আঁকড়ে রেখেও প্রভাবশালী তকমা এড়ানো রণকৌশল তাঁদের জানা। সেটা তাঁদের ব্যাপার।'


পার্থ-কে সরিয়ে মুখরক্ষার চেষ্টা তৃণমূলের: অপর্ণা সেন


অপরদিকে এদিন সকালের দিকে দুর্নীতি ইস্যুতে শুভেন্দু অধিকারীকে ট্যুইটে কড়া আক্রমণ করেন কুণাল ঘোষ। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক ট্যুইটে লিখেছেন, 'শুভেন্দু নিয়ে কিছু গুরুতর অভিযোগ আসছিল বলেই একে একাধিক জেলা পর্যবেক্ষক থেকে সরায় অভিষেক। তথ্য আসা শুরু হয়েছিল। বাঁচতে ও দলবদল করে। এজেন্সি গেলে গুপ্তধন পেত। নারদা, সারদায় শুভেন্দু অধিকারীকে গ্রেফতারের দাবি তুলেছেন কুণাল ঘোষ। সেইসঙ্গে তাঁর অভিযোগ, বিজেপি চোরকে বাঁচাচ্ছে।'