মুম্বই: ইমতিয়াজ আলির ছবিতে শাহরুখ খান আর অনুষ্কা শর্মাকে একসঙ্গে দেখা যাবে জানেন নিশ্চয়ই। ছবির নাম নিয়ে অনেক দিন ধরে প্রশ্ন ছিল, যে নাম শাহরুখ, অনুষ্কার পছন্দ হয়, তা ইমতিয়াজের পছন্দ হয় না আবার যা শাহরুখ, ইমজিয়াজের পছন্দ হয়, তা অনুষ্কার পছন্দ হয় না। অবশেষে ধোঁয়াশা কেটেছে। ছবির নাম রাখা হচ্ছে যব হ্যারি মেট সেজাল।

প্রথমে শোনা যাচ্ছিল, ছবির নাম হবে দ্য রিং, রেহনুমা বা রাউলা। কিন্তু সব বাতিল হয়ে যায়। এখন নাম চূড়ান্ত হয়ে যাওয়ায় শাহরুখ ও অনুষ্কা টুইটারে শেয়ার করেছেন ছবির পোস্টার।





দুজনের পোস্টারে ছবির অর্ধেক করে নাম। পুরো নাম জানতে গেলে দুটো টুইটই দেখতে হবে।

ইউরোপের আমস্টারডাম, বুদাপেস্ট, প্রাগ ও লিসবনে হয়েছে শ্যুটিং। আগে ঠিক হয়েছিল ১১ অগাস্ট মুক্তি পাবে ছবিটি। এখন ১ সপ্তাহ এগিয়ে এনে ৪ অগাস্ট মুক্তির দিন স্থির হয়েছে। ১১ তারিখ মুক্তি পাচ্ছে অক্ষয় কুমারের টয়লেট-এক প্রেম কথা। তার সঙ্গে সংঘর্ষ এড়াতে এগিয়ে আসছে যব হ্যারি মেট সেজাল।

ছবিতে শাহরুখ করছে ট্যুরিস্ট গাইডের চরিত্র, অনুষ্কা এক গুজরাতি মেয়ের ভূমিকায়।

ইউরোপ ছাড়া পঞ্জাবেও শ্যুটিং হয়েছে ছবিটির।