ঢাকা:দ্বিতীয় বিয়ে নিয়ে বিপাকে বাংলাদেশী ক্রিকেটার আরাফত সানি। তাঁর দ্বিতীয় পত্নী নাসরিনের দাবি, আরাফত যে বিবাহিত তা তাঁর জানা ছিল না। এক্ষেত্রে আরাফতের প্রতারণার শিকার হয়েছেন তিনি।
গত বুধবার ঢাকা আদালতের বিচারপতি কমরুল হাসান আরাফতের জামিনের আর্জি খারিজ করে দেন।
নাসরিন বাঁহাতি ওই স্পিন বোলারের বিরুদ্ধে পণ চাওয়া ও নির্যাতনের অভিযোগ এনেছিলেন। এর পরিপ্রেক্ষিতে তাঁকে গত ২২ জানুয়ারি গ্রেফতার করা হয়েছিল।
ঘটনার তদন্তে দেখা গিয়েছে যে, আরাফতের আগেই বিয়ে হয়েছিল। তাঁর আইনজীবী বলেন, আরাফত নাসরিনকে দ্বিতীয় পত্নী হিসেবে রাখতে চেয়েছিলেন। এ জন্য একটি ফ্ল্যাটও কিনেছিলেন। কিন্তু নাসরিন তাতে রাজি হননি। নাসরিন চেয়েছিলেন, আরাফত যাতে তাঁর প্রথম স্ত্রীকে তালাক দেন। কিন্তু তা সম্ভব নয়।
আরাফতের আইনজীবী আদালতে দাবি করেছেন যে, আরাফত বিবাহিত বলে আগে থেকেই জানতেন নাসরিন। আইনজীবী আরও বলেছেন, প্রথম স্ত্রীকে তালাক দিলে তিনি মামলা করবেন। তাই আরাফত দুই স্ত্রীর সঙ্গে থাকতে চান।
অন্যদিকে, নাসরিন বলেছেন, তিনি জানতেন না যে আরাফত বিবাহিত। তাঁরা যখন বিদেশে গিয়েছিলেন তখন আরাফতের পাসপোর্টে অবিবাহিত লেখা ছিল।
নাসরিন আরাফতের মায়ের বিরুদ্ধেও প্রতারণার অভিযোগ করেছেন।
আদালতে মামলার পরবর্তী শুনানি ৬ জুলাই।
আরাফত সানি বাংলাদেশের হয়ে ১৬ টি ওডিআই ও ১০ টি টি২০ ম্যাচ খেলেছেন। ২০১৬-র টি২০ বিশ্বকাপের সময় অবৈধ বোলিং অ্যাকশনের জন্য তাঁকে সাসপেন্ড করা হয়। তারপর থেকে ঘরোয়া ক্রিকেট খেলছিলেন তিনি।
এই মামলার পরিপ্রেক্ষিতে তাঁর খেলায় নিষেধাজ্ঞা জারি করতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
দ্বিতীয় বিয়ে নিয়ে বিপাকে বাংলাদেশের ক্রিকেটার আরাফত সানি
ABP Ananda, web desk
Updated at:
09 Jun 2017 07:12 AM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -