সে সময় আবরামকে দেখেই বোঝা যাচ্ছিল, সে প্রতিটামুহূর্ত মারাত্মক উপভোগ করছে। গতকালের খেলায় আসার আগে প্রথমে একটি ফ্লাইট মিস করেন বাদশা এবং তাঁর টিম। তাই খেলা চলার মাঝখানেই আবির্ভাব ঘটে তাঁর। স্বাভাবিক ভাবেই দর্শকরাও একবারের জন্যে শাহরুখ ও তাঁর ছোট্ট সঙ্গীকে দেখার জন্যে অপেক্ষায় ছিলেন। দেখুন সেই মুহূর্তেরই কিছু ছবি
গতকাল ইডেনে মাত্র ১৫ থেকে কুড়ি মিনিট ছিলেন শাহরুখ। তারমধ্যেই তাঁর ও আবরামের ম্যাজিক দেখে কার্যত বাকরুদ্ধ গ্যলারির দর্শকরা।