মুম্বই: এক তরুণীর সঙ্গে বলিউডের সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল।একটি ছবিতে আরিয়ানকে ওই তরুণীর সঙ্গে ডান্স করতে দেখা গিয়েছে। আর অন্যটিতে দুজনকে একসঙ্গে ক্যামেরার সামনে পোজ দিতে দেখা গিয়েছে। ওই তরুণীর পরিচয় জানা যায়নি। ছবিতে আরিয়ানকে কালো রঙের পোশাকে এবং ওই তরুণীকে লাল রঙের পোশাকে দেখা গিয়েছে। এই দুটি ছবি কোনও পার্টিতে তোলা হয়েছে বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য, ‘দ্য লায়ন কিং’ সিনেমার জন্য বর্তমানে প্রচারের আলোয় রয়েছেন আরয়ান। এই সিনেমার হিন্দি সংস্করনে সিম্বার চরিত্রে আরিয়ান ভয়েস ওভার দিয়েছেন। তাঁর এই ডাবিং দর্শকদের পছন্দ হয়েছে। সিনেমাটি বক্স অফিসে বেশ ভালোই সাফল্য পেয়েছে। আরিয়ান ফিল্ম মেকিং নিয়ে পড়াশোনা করছেন। মুম্বইয়ে থাকলে মাঝেমধ্যেই তাঁকে বন্ধুদের সঙ্গে দেখা যায়। কিন্তু ক্যামেরা থেকে দূরে থাকতেই পছন্দ করেন তিনি। এবার ওই তরুণীর সঙ্গে আরিয়ানের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।