নয়াদিল্লি: সোশ্যাল মিডিয়ার সৌজন্যে এখন যেকোনও তারকার কাছে যেমন খুব সহজে পৌঁছন যায়, তেমনই কেউ সামান্য কিছু ভুল-ত্রুটি করলেও নেটিজেনদের ট্রোলের মুখে পড়তে হয় প্রতিমুহূর্তে। তবে সবসময় ট্রোল করা নয়, অনেক সময় ভাল কাজও করেন এই নতুন মাধ্যমের সদস্যরা। অরুণা পিকে, ৫৭ বছর বয়সি এক মহিলা ক্যান্সার আক্রান্ত। তাঁর জীবনের একটাই লক্ষ্য। তাঁর আদর্শ, তাঁর শক্তি শাহরুখের খানের সঙ্গে দেখা করা। হাসপাতালের বিছানায় শুয়ে সেই অরুণাদেবী একটি ছবিও এঁকে ফেলেছেন। ছবিটি এঁকে তিনি হ্যাশট্যাগ দিয়েছেন #SRKMeetsAruna।


এরপর সেই অরুণার শেষ ইচ্ছেপূরণের জন্যে লড়াই শুরু করেন নেটিজেনরা।





 



নেটিজেনরা শাহরুখ খানকে একাধিক অনুরোধ করেছেন, তাঁর সবচেয়ে বড় ভক্তের সঙ্গে দেখা করার ব্যাপারে। অরুণাও সেই আশা নিয়েই বেঁচে রয়েছেন, যে তাঁর সঙ্গে একদিন দেখা হবে কিং খানের। এর থেকে আরেকটি বিষয় পরিষ্কার, বলিউড তারকাদের বিশাল প্রভাব থাকে সাধারণ মানুষের ওপর। নেটিজেনদের সেই চেষ্টা বিফলেও যায়নি। শাহরুখ অরুণাকে একটি ভিডিও বার্তা পাঠিয়েছেন।



স্বাভাবিক ভাবেই সেই বার্তা অরুণাকে বাঁচার জন্যে অক্সিজেন যুগিয়েছে। তিনি এখন অনেকটা চাঙ্গা। অবিভূত নেটিজেনরা।