মুম্বই: গতকাল ১৭ বছরে পড়েছে সুহানা। আনন্দে আপ্লুত মা গৌরী খান সোশ্যাল মিডিয়ায় মেয়ের ছবি আপলোড করেছেন।


গৌরীর পোস্ট করা আর একটি ছবিতে দেখা যাচ্ছে, বন্ধুদের সঙ্গে সুহানা জন্মদিনের পার্টিতে ব্যস্ত।


সুহানা অবশ্য এখন এ দেশে নেই। ব্রিটেনে পড়াশোনা করছে সে।