শাহরুখ-পুত্র আবরামের সঙ্গে মজার খেলায় মাতলেন অনন্যা, ভিডিও ভাইরাল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 20 May 2019 06:57 PM (IST)
এই ভিডিও সঙ্গে সঙ্গে ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। উদীয়মান তারকা অনন্যার অনুরাগীদের সঙ্গে এসআরকে ফ্যানক্লাবকেও ভিডিওটি নিয়ে বেজায় উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়। ইন্টারনেটে তো ছোট্ট আবরামের কদর রয়েইছে। তারওপর এমন মজাদার ভিডিও। সঙ্গে সঙ্গে সেটি সোশ্যাল মিডিয়ার নজরও কেড়ে নেয়।
মুম্বই: ‘দ্য স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২’ অভিনেত্রী অনন্যা পান্ডে জমিয়ে খেলা করলেন শাহরুখ খানের ছোট ছেলে আবরামের সঙ্গে। আর সেই মজাদার ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন চাঙ্কি পান্ডের মেয়ে অনন্যা। ওই ভিডিওতে খুদে আবরামের সঙ্গে মজার খেলায় মাততে দেখা যাচ্ছে অনন্যাকে। দুজনকে জিভের ডোগা গিয়ে নাক ছোঁয়ার চেষ্টা করতে দেখা যাচ্ছে ওই ভিডিওতে। ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করে অনন্যা রসিকতার ছলে লিখেছেন, ‘আবরাম তো আমার প্রতিভা থেকে হতবাক’। ভিডিওতে অনন্যা আরবামকে বলতে শোনা গিয়েছে, ‘এই তোমার নাকটা ছোঁয়ার চেষ্টা কর তো, দেখি’। এরপরই দুজনেই মেতে ওঠে জিভ বের করে নাক ছোঁয়ার চেষ্টায়। এই ভিডিও সঙ্গে সঙ্গে ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। উদীয়মান তারকা অনন্যার অনুরাগীদের সঙ্গে এসআরকে ফ্যানক্লাবকেও ভিডিওটি নিয়ে বেজায় উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়। ইন্টারনেটে তো ছোট্ট আবরামের কদর রয়েইছে। তারওপর এমন মজাদার ভিডিও। সঙ্গে সঙ্গে সেটি সোশ্যাল মিডিয়ার নজরও কেড়ে নেয়। দেখুন সেই ভিডিও-