অনন্যা পান্ডে, শনায়া কপূরদের সঙ্গে জমিয়ে পার্টি করলেন শাহরুখ-পুত্র আরয়ান
বলিউডের দুই তারকা শাহরুখ খান ও চাঙ্কি পান্ডে একে অপরের খুবই ঘনিষ্ঠ। দুজনের পরিবারের মধ্যে সম্পর্কও খুবই অন্তরঙ্গ। সম্প্রতি দুই তারকার ছেলে মেয়েদের জমিয়ে পার্টি করতে দেখা গেল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপার্টিতে চাঙ্কি-কন্যা অনন্যাকে বেশ ফুরফুরে মেজাজে দেখা গেল। ছবি-মানব মঙ্গলানি
বন্ধুবান্ধবদের সঙ্গে বেশ মজা করতে দেখা গেল অনন্যাকে। ছবি-মানব মঙ্গলানি
শাহরুখ-পুত্র আরয়ান আর অনন্যার সঙ্গে তাঁদের ঘনিষ্ঠ বন্ধু সঞ্জয় কপূর ও মাহিপ কপূরের মেয়ে শনায়াকেও পার্টিতে দেখা গেল। ছবি-মানব মঙ্গলানি
উল্লেখ্য, অনন্যা ও শাহরুখ-কন্যা সুহানা খানও একে অপরের খুব ভালো বন্ধু। ছবি-মানব মঙ্গলানি
চাঙ্কি ও তাঁর ভাই চিক্কি পান্ডের সন্তানরা শাহরুখের ছেলে আরয়ান ও মেয়ে সুহানার খুব ভালো বন্ধু। ছবি-মানব মঙ্গলানি
শনায়া ও অনন্যাকে একই গাড়িতে চড়তেও দেখা গেল। ছবি-মানব মঙ্গলানি
আরয়ান তাঁর বন্ধুদের সঙ্গে। ছবি-মানব মঙ্গলানি
ছবিতে দেখা যাচ্ছে যে, চিক্কির ছেলের হাতে আঘাত লেগেছে। ছবি-মানব মঙ্গলানি
পার্টিতে সবাইকে জমিয়ে মজায় মাততে দেখা যায়। ছবি-মানব মঙ্গলানি
দেখুন তারকা সন্তানদের আরও কিছু ছবি। ছবি-মানব মঙ্গলানি
ছবি-মানব মঙ্গলানি
ছবি-মানব মঙ্গলানি
ছবি-মানব মঙ্গলানি
ছবি-মানব মঙ্গলানি
ছবি-মানব মঙ্গলানি
- - - - - - - - - Advertisement - - - - - - - - -