মুম্বই: এবার সিলেবাসেও উঠে এল বাহুবলী। তাও দেশের সেরা একটি ম্যানেজমেন্ট স্কুলের সিলেবাসে। আমদাবাদ আইআইএমে কেস স্টাডি হিসেবে পড়ানো হবে বাহুবলী ২। সমসাময়িক চলচ্চিত্র শিল্প শীর্ষক বিষয়ে বাহুবলী ২-র চরম সাফল্য বিশ্লেষণ করা হবে।


মার্কেটিং কনসেপ্টের ভিত্তিতে দেখা হবে, কীভাবে একটি সুপারহিট ছবির সিকোয়েল ফ্লপের সব আশঙ্কা ভারত মহাসাগরে ছুঁড়ে ফেলে দেয়। এটিই প্রথম ছবি যেটি কোনও আইআইএমে কেস স্টাডি হিসেবে জায়গা পেল।

বাহুবলীর অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট জানিয়েছে এই খবর।

আইআইএম অধ্যাপক ভারতন কান্ডাস্বামী বলেছেন, নতুন শিক্ষা বর্ষেই আইআইএম আমদাবাদে চলে আসবেন অমরেন্দ্র বাহুবলী, বল্লালদেবরা। মূলত বিশ্লেষণ করা হবে সিকোয়েলের গুরুত্ব, কীভাবে বাজারের দিক থেকে দেখলে যাবতীয় ঝুঁকিকে হার মানিয়ে সিকোয়েলের চাহিদা গগনচুম্বী হতে পারে। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে একটি গবেষণা হয়েছে, গুণমানের দিক থেকে প্রিকোয়েল সব সময় সিকোয়েলের থেকে ভাল হয় কিন্তু সিকোয়েলের বাজার প্রিকোয়েলের থেকে বেশি।

এর কারণ হিসেবে তিনি বলেছেন, প্রযোজকরা প্রিকোয়েলের সাফল্য দেখে সিকোয়েলকে বিক্রি করেন। এবার তাঁর কোর্সে থাকবে এই সিকোয়েলকে ঘিরে চলচ্চিত্র নির্মাতাদের মার্কেটিং মন্ত্র। শিল্প ও সৃজনশীলতাকে না হারিয়েই কীভাবে অর্থ উপার্জন সম্ভব। তা সম্ভব শিল্প, ব্যবসা ও প্রযুক্তির সঠিক মিশ্রণে।