নয়াদিল্লি: ১৮ বা ১৯-র নামতা বলাই যেখানে অনেকের পক্ষে কঠিন ব্যাপার সেখানে উত্তরপ্রদেশের সাহারানপুরের অষ্টম শ্রেণীর ছাত্র ২০ কোটি পর্যন্ত নামতা গড়গড়িয়ে বলে যেতে পারে। বড় হয়ে বিজ্ঞানী হওয়াই তার লক্ষ্য। ওই ছাত্রের নাম চিরাগ।
চিরাগ বলেছে, সে বিজ্ঞানী হয়ে দেশকে গর্বিত করতে চায়। সে চায়, তার গ্রামে আসুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।


 



চিরাগের স্বপ্নপূরণে যথাসাধ্য করতে চান তার বাবা-মা। চিরাগের বাবা নরেন্দ্র সিংহ বলেছেন, আমরা গরিব। কিন্তু ছেলের ইচ্ছাপূরণের জন্য যথাসাধ্য করতে প্রস্তুত।