নয়াদিল্লি: স্বাধীনতা দিবসে প্রেক্ষাগৃহে মুক্তি (Independence Day Release) পেয়েছে শ্রদ্ধা কপূর (Shraddha Kapoor) ও রাজকুমার রাও (Rajkummar Rao) অভিনীত 'স্ত্রী ২' (Stree 2)। যেমন আন্দাজ করা হচ্ছিল, সেই অনুযায়ী, প্রথম দিনে ভালই ব্যবসা করেছে ছবিটি। এমনকী ২০২৩ সালের একাধিক ব্লকবাস্টার ছবির প্রথম দিনের ব্যবসার মাত্রাও ছাড়িয়ে গিয়েছে এই ছবির আয়। বুধবার কিছু সিলেক্ট শোয়ে প্রিভিউর আয়োজন করা হয়, এরপর বৃহস্পতিবার ছবিটি সাধারণ দর্শকের জন্য মুক্তি পায় প্রেক্ষাগৃহে। কত আয় করল এই ছবি প্রথম দিনে। (First Day Box Office Collection)


'স্ত্রী ২' ছবির মুক্তির দিনে ব্যবসার পরিমাণ কত?


২০২৩ সালের অন্যতম ব্লকবাস্টার ছবি 'গদর ২' প্রথম দিনে ৪০.১ কোটি টাকার ব্যবসা করেছিল। তবে সেই গণ্ডি পেরিয়ে গেল 'স্ত্রী ২'। ইন্ডাস্ট্রি ট্র্যাকার Sacnilk-এর হিসেব অনুযায়ী, এই ছবি প্রিভিউ ও আনুষ্ঠানিক মুক্তি মিলিয়ে প্রায় ৫৪.৩৫ কোটি টাকার ব্যবসা করেছে। বৃহস্পতিবার আয়ের পরিমাণ ছিল ৪৬ কোটি টাকা, বুধবারের প্রিভিউ থেকে প্রায় ৮.৩৫ কোটি টাকা আয় হয়েছে। 


অমর কৌশিক পরিচালিত 'স্ত্রী ২' এই বছরের মুক্তির দিনে সবচেয়ে বেশি আয় করা ছবি হয়ে উঠেছে বলে মনে করা হচ্ছে। এর আগে ২০২৪ সালে হৃত্বিক ও দীপিকার 'ফাইটার' প্রথম দিনে সবচেয়ে বেশি ব্যবসা করেছিল যার মাত্রা ২৪.৬ কোটি টাকা। এছাড়া 'কল্কি ২৮৯৮ এডি' যা একাধিক ভাষায় মুক্তি পেয়েছে, তার প্রথম দিনের আয়কেও ছাপিয়ে গিয়েছে 'স্ত্রী ২'। 'কল্কি ২৮৯৮ এডি' প্রথম দিনে হিন্দি ভাষায় ২২.৫ কোটি টাকার ব্যবসা করেছিল।


বৃহস্পতিবার, 'স্ত্রী ২' ছবির প্রেক্ষাগৃহ দখলের পরিমাণ ছিল ৭৭.০৯ শতাংশ, খবর সূত্রের। দিল্লিতে এই ছবির ব্যবসার পরিমাণ সবচেয়ে বেশি, যেখানে ১২০০ শোয়ের মধ্যে দখল ছিল ৮৬.৭৫ শতাংশ। মুম্বইয়ে এই ছবি ১১০৩ শোয়ে দেখা গেছে, দখলের পরিমাণ ৮১ শতাংশ। স্বাধীনতা দিবসে, বৃহস্পতিবার মুক্তি পাওয়ায়, দীর্ঘ সপ্তাহান্তের লাভ পাবে এই ছবি, আশা অ্যানালিস্টদের। বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রবিবারের সঙ্গে সোমবারও দীর্ঘ সপ্তাহান্তে যুক্ত হবে কারণ সেদিন রাখী। এদিনও দেশের একাধিক অংশে ছুটি থাকে। 


আরও পড়ুন: National Film Awards 2024: শ্রেষ্ঠ অভিনেতা 'কান্তারা' খ্যাত ঋষভ শেট্টি, সেরা বাংলা ছবি 'কাবেরী অন্তর্ধান', ৭০তম জাতীয় পুরস্কারের তালিকায় কে কে?


প্রেক্ষাগৃহে এই ছবির মুখোমুখি লড়াই জন আব্রাহামের 'বেদা' ও অক্ষয় কুমারের 'খেল খেল মেঁ'র সঙ্গে। তামিল ও তেলুগুতে মুক্তি পাওয়া সত্ত্বেও 'বেদা' প্রথম দিনে সারা দেশে ৬.৫২ কোটি টাকা আয় করেছে, অন্যদিকে 'খেল খেল মেঁ' আয় করেছে ৫ কোটি। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।