কলকাতা: এ যেন অনেকের কাছে স্বপ্ন সত্যি হওয়ার মতোই। একটা গোটা প্রজন্ম কলেজ জীবনে, স্কুল জীবনে যাঁদের রসায়ন দেখে বড় হয়েছে, সেই নায়ক নায়িকাকে ফিরে পাওয়া। ৪৪৪৪ দিন পর। এই হিসেব যেন বলে দেয়, কতটা প্রতীক্ষা ছিল তাঁদের সঙ্গে দেখার। সেই প্রতীক্ষা আজ শেষ হল কলকাতার নজরুল মঞ্চে। দুপুর থেকেই ভিড় জমিয়েছিলেন অনুরাগীরা। ঝড়ে গতিতে যেমন টিকিট বিক্রি হয়েছে, তেমনই এদিন দেখা গেল লম্বা লাইন। ধৈর্য্য ধরে নিয়ম মেনে প্রেক্ষাগৃহে ঢুকছেন সবাই। কোথাও আবার দেখা গেল, রীতিমতো ঢাক ঢোল বাজিয়ে, নায়ক নায়িকার পোস্টার নিয়ে উচ্ছ্বাস। রবীন্দ্র সরোবর চত্বরে যেন অকাল দুর্গাপুজো। 

হবে নাই বা কেন? ৯ বছর পরে, ফের একসঙ্গে, এক ফ্রেমে দেখা যাবে দেব (Dev) আর শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhasree Ganguly)-কে। প্রেম, বিচ্ছেদ, মান, অভিমান, সব ধুয়ে মুছে, পুরনো জুটি ফের পাশাপাশি। এই মুহূর্তের সাক্ষী থাকার সুযোগ হাতছাড়া করতে চায়নি কলকাতা। সেই প্রমাণ পাওয়া গেল প্রেক্ষাগৃহের ভিতরেই। অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল দুপুর ২টোয়। কিন্তু যে মুহূর্তের জন্য অপেক্ষা করে ছিল কানায় কানায় পূর্ণ নজরুল মঞ্চ, সেই মুহূর্ত এল সন্ধে সাড়ে ৬টার কিছু পরে। 'ধূমকেতু'-র ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে, মঞ্চে পা রাখলেন দেব আর শুভশ্রী। রঙ মিলিয়ে ২ জনের গায়েই কালো পোশাক। তবে দুজনের মধ্যেই যেন এক অদৃশ্য দেওয়াল। 

সময়ের সঙ্গে সঙ্গে সেই দেওয়াল অবশ্য খানিক ক্ষীণ হল। দেবের স্বভাবোচিত খুনসুটি আর শুভশ্রীর মনখোলা কথায়। সঞ্চালনার দায়িত্বে ছিলেন রোহন, তাঁর একের পর এক প্রশ্ন যেন দর্শককে ফিরিয়ে নিয়ে গেল ৯ বছর আগে। দেব মঞ্চে দাঁড়িয়েই বলেছেন, 'দর্শক যা চান, তা তো দিতে হবেই।' সেই দর্শকদের কথা মেনে, অনুষ্ঠানের শেষে নিজেদের সিনেমার হিট গানে একসঙ্গে নাচ ও করলেন দেব শুভশ্রী। 

নায়ক নায়িকার কাছে প্রশ্ন রাখা হয়েছিল, সমাজমাধ্যমে কবে একে অপরকে আবার 'ফলো' করবেন তাঁরা? সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে জানা গেল, বিচ্ছেদের পরে, দেবই শুভশ্রীকে ব্লক করে দিয়েছিলেন। পরবর্তীতে সেই ব্লক দেব খুললেও, ফের ফলো করেননি নায়িকাকে। এদিন মঞ্চে এই প্রসঙ্গ উঠতেই, স্বপ্রতিভভাবে নিজের ফোন চাইলেন শুভশ্রী। মুহূর্তের মধ্যেই বের করে ফেললেন দেবের প্রোফাইল। ফলো করলেন তারকাকে। মুহূর্তের দ্বিধা কাটিয়ে ফোন চাইলেন দেব ও। তারপরে ফলো করে নিলেন শুভশ্রীকে। ৯ বছর পরে সমাজমাধ্যমে ফের তাঁরা জুড়লেন একে অপরের সঙ্গে। দর্শকদের অনুরোধে তুললেন সেলফিও..

দর্শকাসনে বসে সবাই বোধহয় তখন ভাবছিলেন.. মুহূর্তরা থেমে যাক এখানেই...