কলকাতা: পুজোর সময়ে মুক্তি পাচ্ছে এক গুচ্ছ বাংলা ওয়েব সিরিজ। এর মধ্যে কিছু এক্কেবারে নতুন, আর কিছু সিরিজের আসছে অন্তিম পর্ব। আজ দুর্গাপুজোর আগে, এক গুচ্ছ ওয়েব সিরিজের ঘোষণা করল 'হইচই' (Hoichoi)। 'হইচই'-এর বেশ কয়েকটা ওয়েব সিরিজের অন্তিম পর্বের দিকে তাকিয়ে ছিলেন অনেকেই। সেই অপেক্ষার অবসান ঘটিয়ে আসতে চলেছে নতুন ভাগ। অক্টোবরেই মুক্তি পাবে সেই ওয়েব সিরিজের শেষ ভাগগুলি। 'হইচই'-থেকে এর নাম দেওয়া হয়েছে, 'উৎসবের নতুন গল্প'। তা ছাড়াও, মুক্তি পাবে বেশ কয়েকটা নতুন ওয়েব সিরিজ। কী কী ওয়েব সিরিজ আসতে চলেছে এক নজরে দেখে নেওয়া যাক।
ইন্দু ৩
এই ওয়েব সিরিজের অপেক্ষা ছিল দীর্ঘদিনের। রহস্যের জালে বন্দি শার্লক হোমস। কীভাবে খুলবে সেই রহস্যের জট, সেই উত্তরই মিলবে ইন্দু-র শেষ পর্বে। এই সিরিজের ক্রিয়েটার সাহানা দত্ত। পরিচালক অয়ন চক্রবর্তী। মুখ্যভূমিকায় দেখা যাবে ইশা সাহা (Ishaa Saha) আর সুহোত্র মুখোপাধ্যায়কে (Suhotra Mukhopadhyay)। দাশগুপ্ত পরিবারে একের পর এক খুনের জট কী খুলতে পারবে ইন্দু?
নিশির ডাক
নতুন এই সিরিজের পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়। মুখ্যভূমিকায় দেখা যাবে, সৃজা দত্ত ও সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়কে। একজন ভুলে যাওয়া সঙ্গীতশিল্পীকে নিয়ে রিসার্চ করতে করতে ৬ বন্ধু পৌঁছায় নিস্তদ্ধ একটা শহরে। তারপরে? ভৌতিক আবহমিশ্রিত এই গল্প শেষ পর্যন্ত টেনে রাখবে দর্শকদের।
অনুসন্ধান
নতুন এই সিরিজের পরিচালক অদিতি রায়। এই সিরিজের মুখ্যভূমিকায় দেখা যাবে শুভশ্রী গঙ্গোপাধ্যায় আর সাহেব চট্টোপাধ্যায়কে। এই গল্পের শুরু এক অদ্ভুত মোড়ে। জেলের মধ্যেই অন্তঃসত্ত্বা হয়ে পড়ে এক নারী কয়েদি। কিন্তু কীভাবে? সেই জেলে তো কোনও পুরুষের প্রবেশ নিষেধ! এই ঘটনার অনুসন্ধানে নামে এক সাংবাদিক। তারপরে? সেই উত্তর জানা যাবে ওয়েব সিরিজে।
কালরাত্রি ২
এই ওয়েব সিরিজের প্রথম ভাগ বেশ জনপ্রিয় হয়েছিল। মুখ্যভূমিকায় অভিনয় করেছিলেন সৌমিতৃষা কুণ্ডু। দেবীর জীবনে ঘটে যাওয়া একটা দুর্ঘটনা আর তার সত্যিকে খুঁজে বের করার এক সফর শেষ হবে এই 'কালরাত্রি ২'-তে। এই ওয়েব সিরিজ দেখার অপেক্ষায় রয়েছে অনেকেই।
কার্মা কোর্মা
নতুন এই ওয়েব সিরিজের পরিচালক প্রীতম ডি গুপ্ত। মুখ্যভূমিকায় দেখা যাবে ঋতাভরী চক্রবর্তী, সোহিনী সরকার ও ঋত্বিক চক্রবর্তীকে। একটা কুকিং ওয়ার্কশপে দেখা হয় ২ নারীর। বন্ধুত্ব হয়। তাদের মধ্যে একজন ভীষণ সোশ্যালাইট, অপরজন একজন গৃহবধূ। দুই মহিলার বন্ধুত্ব মোড় নেয় অন্ধকারের দিকে। কী ভবিষ্যৎ এই বন্ধুত্বের? সেই গল্পই বলবে এই ওয়েব সিরিজ।
ফেলুদার গোয়েন্দাগিরি: রয়্যাল বেঙ্গল রহস্য
ফেলুদার নতুন এই ওয়েব সিরিজের পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়। এই ওয়েব সিরিজে মুখ্যভূমিকায় দেখা যাবে টোটা রায়চৌধুরী, অনির্বাণ চক্রবর্তী, কল্পন মিত্র ও চিরঞ্জিৎ চক্রবর্তীকে। ফেলুদা আবার ফিরছে তার নতুন রহস্য নিয়ে, গল্প নিয়ে। একটা রহস্য মৃত্যু আর সেই মৃত্যু ঘিরেই ঘনিয়ে উঠবে রহস্য। সমাধান করতে পারবে ফেলুদা?