কলকাতা: গাড়ির স্টিয়ারিং ধরে বসে শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhasree Ganguly)। তাঁর পরণে গাঢ় গোলাপি, সোনালি কাজের শাড়ি, মাথায় এলো খোঁপা, গায়ে সাবেকি গয়না। আর পাশের সিটে বসে, রাজ চক্রবর্তী (Raj Chakraborty)? নাহ...  রাজ চক্রবর্তীর মা। লীলা চক্রবর্তী। শাশুড়ি বৌমা নয়, তাঁরা যেন মা-মেয়ে। আর গাড়ির পিছনের সিটে বসে সেই দৃশ্য ক্যামেরাবন্দি করলেন রাজ স্বয়ং। 


সোশ্যাল মিডিয়ায় ছোট্ট এই ভিডিওটি শেয়ার করে নিয়েছেন রাজ। সেখানে দেখা যাচ্ছে, লীলাদেবীর সঙ্গে হাসতে হাসতে গল্প করতে করতে গাড়ি চালাচ্ছেন শুভশ্রী। পাশের সিটেও যথারীতি হাসির ছবি। এর আগে একাধিকবার, বহু সাক্ষাৎকারে মা ও স্ত্রীয়ের বন্ধুত্বের কথা বলেছেন রাজ। একাধিকবার সোশ্যাল মিডিয়ায় তিনি শেয়ারও করে নিয়েছে টুকরো ছবি। তার কোনোটায় লীলাদেবীর কোলে শুয়ে রয়েছেন শুভশ্রী, তাঁর মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন রাজের মা। কখনও আবার শীতের রোদে বসে গল্পে মজেছেন দুজনে। এইসব ছোট ছোট সুখের মুহূর্তই ক্যামেরাবন্দি করে রাখতে ভালবাসেন রাজ। আজ যে ভিডিও তিনি শেয়ার করে নিয়েছেন, সেখানে ভিডিওর আবহে শোনা গেল... 'প্রাণ দিতে চাই, মন দিতে চাই...'। রাজের পরিচালিত, শুভশ্রীর অভিনীত 'পরিণীতা' ছবির গান এটি। এবিপি লাইভকে দেওয়া সাক্ষাৎকারে একবার শুভশ্রীর জন্য এই গানটি গেয়েছিলেন রাজ নিজেই। 


কাজের ক্ষেত্রে, সদ্য মুক্তি পেয়েছে শুভশ্রীর প্রথম ওয়েব সিরিজ ইন্দুবালা ভাতের হোটেল (Indubhala Bhater Hotel)। নিজের শিকড় থেকে অন্য জায়গায় এসে খাবারের মধ্যে খুঁজে পাওয়া পেশা ও নেশা.. সেই গল্পই শুনিয়েছে কল্লোল লাহিড়ীর উপন্যাস অনুসারে দেবালয় ভট্টাচার্য্যের পরিচালিত এই ওয়েব সিরিজ। শুভশ্রী ছাড়া এই সিরিজের অন্য়ান্য চরিত্রে রয়েছেন, প্রতীক দত্ত, দেবপ্রীতম দাশগুপ্ত, অঙ্গনা রায়, স্নেহা চট্টোপাধ্যায়, মিঠু চক্রবর্তী, সুহোত্র মুখোপাধ্যায়, তীর্থঙ্কর চক্রবর্তী ও রাহুল বন্দ্যোপাধ্যায়। সিরিজের সুরের দায়িত্বে রয়েছেন অমিত। এই গল্প পূর্ব পাকিস্তান, বর্তমান বাংলাদেশের এক অল্পবয়সী মেয়ের। সেখানে খুব ভালভাবে, হাসিখুশি ভাবেই কাটছিল তাঁর জীবন। হঠাৎ তাঁকে কলকাতা চলে আসতে হয় তাঁকে, বদলে যায় জীবনের গতিপথ। কিন্তু নিজের শিকড়কে বাঁচিয়ে রাখার জন্য ইন্দুবালা বেছে নেয় খাবারকে। দেশের খাবারকে হাতের যাদুতে বাঁচিয়ে রাখে সে। আর প্রত্যেক খাবারে জড়িয়ে থাকে কোনও না কোনও স্মৃতি। এই সিরিজ মুক্তি পাওয়ার পরেই বেশ সাড়া ফেলেছিল। প্রশংসিত হয়েছিল শুভশ্রীর অভিনয়ও।


আরও পড়ুন: Asthma: কোন কোন লক্ষণ দেখলে বুঝবেন আপনি অ্যাজমার শিকার? কী কী সতর্কতা নেওয়া প্রয়োজন?