কলকাতা: 'বাঙালি বাড়িতে মেয়ে মানেই টিচার আর ছেলে মানেই সরকারি চাকরি'.. চিরাচরিত ধারণা। আর সেই ধারণাকেই ফের একবার মনে করিয়ে দিয়ে গেল পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)-র নতুন ছবি বৌদি ক্যান্টিন (Boudi Canteen)। সেইসঙ্গে প্রশ্ন করল, 'মেয়েদের স্বাধীন হওয়া মানেই কি পুরুষদের মতো হওয়া?'


মুক্তি পেল পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee) পরিচালিত দ্বিতীয় ছবি বৌদি ক্যান্টিন (Boudi Canteen)-এর ট্রেলার (Trailer)। নতুন ছবি বৌদি ক্যান্টিন-এর গল্প লিখেছেন অরিত্র সেন। চিত্রনাট্য সাজিয়েছেন সোমাশ্রী ঘোষ ও সাম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায়। সংলাপ লিখেছেন সাম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায়। অতিরিক্ত চিত্রনাট্য লিখেছেন পরমব্রত নিজে। তিনিই এই ছবির পরিচালনা করেছেন। রান্না করতে ভালোবাসে এমন মেয়ের অস্তিত্ব খোঁজবার গল্প বলবে এই ছবি। ছবির মুখ্যভূমিকায় অভিনয় করছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhasree Ganguly) এই ছবিতে শুভশ্রীর বিপরীতে দেখা যাবে স্বয়ং পরিচালকেই। এছাড়াও ছবিতে রয়েছেন সোহম চক্রবর্তী (Soham Chakraborty)। 


ছবিতে শুভশ্রীর চরিত্রের নাম পৌলমী। তিনি বাড়ির প্রত্যাশার চাপে শিক্ষিকা হলেও, তাঁর আসল ভালোবাসা কিন্তু তেল, নুন, মশলায় রান্না। আর তাই, চাকরি সামনেও হামেশাই রান্নাঘরে ঢুকে পড়েন শুভশ্রী। অবাক শাশুড়িও.. 'আজকালকার মেয়ে হলে এতকিছু একসঙ্গে কী করে যে পারো তুমি...' উত্তরে অল্প হেসে পৌলমী বলে, 'রান্নাটা আমি ভালোবাসি মা'।


আরও পড়ুন: Sonam Kapoor: সোনম কপূরের সদ্যোজাত সন্তানের ডাকনাম রাখলেন বোন রিয়া


কিন্তু গল্পের মোড়ে পৌলমীর জীবনেও আসতে থাকে ওঠাপড়া। স্বামীর সঙ্গে সম্পর্কে টানাপোড়েন, বিভিন্ন ঘটনায় পৌলমীর মুখে শোনা যায়, ' 'মেয়েদের স্বাধীন হওয়া মানেই কি পুরুষদের মতো হওয়া?' এমনকি ট্রেলার শেষে আমাদের প্রচলিত 'বাপের বাড়ি' শব্দবন্ধ নিয়েও আপত্তি তোলা হয়। পৌলমীর অনুরোধ, 'ওটা বাপের বাড়ি নয়, বাবা মায়ের বাড়ি'


ট্রেলারেই স্পষ্ট, সমাজের প্রচলিত ধ্যানধারণার মধ্যে থেকেই এক মেয়ের প্রশ্ন তোলার গল্প, নিজেকে খুঁজে নেওয়ার গল্প যেখানে রয়েছে সঠিক পরিমাণে টক ঝাল আর মিষ্টি। পুজোতেই মুক্তি পাচ্ছে এই ছবি।