কলকাতা: সামনেই মুক্তি পাচ্ছে নতুন ছবি। তাই বিবাহবার্ষিকীর দিনটাও ছুটি পাননি রাজ চক্রবর্তী (Raj Chakraborty) আর শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhasree Ganguly)। শুধু তাঁরা নন, সঙ্গী হয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়ও (Parambrata Chatterjee)। ব্যস্ততার মধ্যে থেকেই এবিপি লাইভে একান্ত সাক্ষাৎকারে ছবির দুই নায়ক-নায়িকা। পরমব্রত আর শুভশ্রী। পর্দার বাইরেও তাঁদের বন্ধুত্ব বেশ জমজমাট। তা অবশ্য ধরা পড়ল গোটা সাক্ষাৎকারে। 'পরমদা' সম্বোধনের পরেও খুনসুটি করার সুযোগ ছাড়লেন না শুভশ্রী। 


ছবির নাম 'হাবজি গাবজি'। মোবাইল আর গেমের নেশায় বুঁদ এক শিশুর ভার্চুয়াল জগতে হারিয়ে যাওয়ার গল্প.. মা-বাবার থেকে দূরে সরে যাওয়ার গল্প বলবে রাজ চক্রবর্তী (Raj Chakraborty) পরিচালিত নতুন ছবি 'হাবজি-গাবজি' (Habji Gabji)। ছবিতে এক নয়, দুই খুদের সঙ্গে কাজ করতে হয়েছে অভিনেতা-অভিনেত্রীকে। পরিণত অভিনেতা হওয়ার পরে অন ক্যামেরা ছোটদের সঙ্গে অভিনয় করা কঠিন না সহজ? প্রশ্নটা শুনতে শুনতেই মুখ ঢাকলেন পরমব্রত। তারপর বললেন, 'আমি জানি এরপর শুভশ্রী কী বলবে.. বেশ ও বলুক। তার আগে আমি আমার অংশটা বলে নিই। একজন বাচ্চার সঙ্গে কাজ করার প্রথম শর্ত হল, তাকে বাচ্চা হিসেবে না ভাবা। যখনই একজন বাচ্চার সঙ্গে পরিণত মানুষের মতো ব্যবহার করা হয়, তখনই তার মধ্যে একটা দায়িত্ববোধ কাজ করে। বাচ্চাদের সঙ্গে খুব তাড়াতাড়ি বন্ধু হওয়া যায় আর শ্যুটিংয়ের সময় তো সেটা দারুণ কাজে লাগে। আমার বাচ্চাদের সঙ্গে কাজ করতে ভীষণ ভালো লাগে। যে কোনও কাজকে ওরা ভীষণ সাদামাটা অথচ বুদ্ধিদীপ্তভাবে করে ফেলতে পারে।'


আরও পড়ুন: Subhasree Parambrata Exclusive: ছেলেদের সঙ্গে মারামারি, পাড়ার পার্টি অফিস থেকে অভিযোগ আসত শুভশ্রীর নামে!


শুভশ্রী বোধহয় অপেক্ষা করছিলেন পরমব্রতর কথা শেষ হওয়ার। প্রায় সঙ্গে সঙ্গে বলে উঠলেন, 'এই জন্যই বলি বিয়েটা করো, একটা বাচ্চা হোক। মা-বাবা হওয়ার প্রথম শর্ত একজন বাচ্চাকে বাচ্চা না ভাবা।' তারপর একবার হেসে, সামলে নিয়ে আবার বললেন, 'আমরাও ইউভানের সঙ্গে তাইই করি। ওকে শাসন করি, কিন্তু ওর প্রতিও একটা সম্মান দেখাই সবাই। বাড়িতে ওর মতামতেও দাম আছে।'