কলকাতা: ধারাবাহিকে জুটি বাঁধছেন রাহুল গঙ্গোপাধ্যায় (Rahul Ganguly) ও সুদীপ্তা রায় (Sudipta Roy)। ‘গীতা এলএলবি’ ধারাবাহিকে খুব জনপ্রিয় অভিনেতা ছিলেন রাহুল। আর এবার একেবারে নায়কের ভূমিকায় দেখা যেতে চলেছে তাঁকে। সুদীপ্তার সঙ্গে জুটি হিসেবে দেখা যাবে রাহুলকে। অভিনেত্রীকে শেষবার দেখা গিয়েছিল ধারাবাহিক 'ফেরারী মন'-এ। নতুন গল্পে একজন কীর্তনিয়ার চরিত্রে দেখা যাবে সুদীপ্তাকে। তাঁর চরিত্রের নাম বিনু। গ্রামের মেয়ে দরিদ্র বিনু ভগবান শ্রীকৃষ্ণের কীর্তন গাইতে ভালবাসে। বিনুর স্বপ্ন, এই আধুনিক গানের যুগে সে কীর্তনকে পৌঁছে দেবে মানুষের ঘরে ঘরে।

আর গল্পের নায়ক? তিনি বিত্তবান পরিবারের ছেলে। নাম, কৃষ। কৃষের ঈশ্বরে বিশ্বাস নেই। কৃষ একজন বিজ্ঞানী যে ওষুধ নিয়ে গবেষণা করছে। ঘটনাচক্রে এহেন কৃষের সঙ্গে বিয়ে হয়ে যায় বিনুর। কিন্তু এমন এক পরিবারে বিনুর বিয়ে হয়, যেখানে শ্রীকৃষ্ণের আরাধনা করা একেবারেই নিষিদ্ধ। যে বাড়িতে  থেকে কৃষ্ণের ভজন গাওয়াই নিষিদ্ধ, সেই বাড়িতে থাকার জন্য লড়াই শুরু হয় বিনুর। বাড়িতে থাকতে গেলে বিনু শ্রীকৃষ্ণের ভজন গাইতে পারবে না। শ্রীকৃষ্ণকে পুজো করতে পারবে না। বিনু সাত্ত্বিক আর কৃষের পরিবার শাক্ত। সেই বিশ্বাসের জায়গাতেও ধাক্কা লাগে বিনুর। বিয়ের পরের এই বিশাল বদল কি মেনে নিতে পারবে বিনু? বিয়ে টিঁকিয়ে রাখা সম্ভব হবে তার পক্ষে? নাকি ভালবাসাই মিলিয়ে দেবে দুটো পথ? সেই উত্তর পাওয়া যাবে ধারাবাহিকের গল্পে। সান বাংলায় আসছে নতুন ধারাবাহিক 'বৃন্দাবন বিলাসিনী'। 

এই ধারাবাহিক নিয়ে গল্পের নায়িকা, সুদীপ্তা বলছেন, ''বৃন্দাবন বিলাসিনী' ধারাবাহিকে আমার চরিত্রের নাম বিনু। সে একজন কীর্তনিয়া। খুব মিষ্টি আর খুব সাধারণ একটা মেয়ে বিনু। একটা গ্রামে থাকে। তার জীবনের একমাত্র ভালবাসা ভগবান কৃষ্ণ। শ্রীকৃষ্ণের গানকে একদিন সে জনপ্রিয় করে তুলতে চায়। ঠিক যতটা আজকাল আধুনিক গান মানুষের মধ্যে জনপ্রিয়। কীর্তন ভজনে যে শান্তি আছে, যে শক্তি আছে, তা প্রতিটা মানুষের কাছে পৌঁছে দেওয়াই তার জীবনের একমাত্র উদ্দেশ্য। কিন্তু বিনুর জীবনের আসল লড়াই শুরু হয় যখন তাঁর কৃষ সঙ্গে দেখা হয় আর কৃষের সঙ্গে তার বিয়ে হয়। কারণ কৃষ এমন একটা ছেলে যে বিনুর থেকে সবদিক থেকে আলাদা। খুব আধুনিক একটা ছেলে কৃষ এবং একেবারেই ঈশ্বর বিশ্বাসী নয়। তাদের দুজনের সম্পর্কের রসায়ন নিয়েই এগিয়ে যাবে গল্প।'