গ্ল্যামারাস ছবি পোস্ট করলেন মেয়ে সুহানা, দেখেই তা শেয়ার করলেন শাহরুখ
এই প্রসঙ্গে এক সাক্ষাতকারে শাহরুখ খান বলেন, সুহানা অভিনেত্রী হতে চায়। কিন্তু, আমি ওকে পরিষ্কার জানিয়ে দিয়েছি, আগে ওকে স্নাতক সম্পূর্ণ করতে হবে। তারপর চাইলে ও ফিল্ম ইন্ডাস্ট্রিতে যোগ দিতে পারে। ছবি- ইনস্টাগ্রাম
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবলিউডে সুহানার অভিষেক নিয়ে প্রায়ই বিভিন্ন খবর প্রকাশ পাচ্ছে। ছবি- ইনস্টাগ্রাম
বলে দেওয়া যাক, গত বছরই সুহানা ১৮ বছরে পূর্ণ করেছেন। সেই সময় সুহানার সঙ্গে একটি ভাল ছবি শেয়ার করে দারুন একটি ক্যাপশন দেন শাহরুখ খান। ছবি- ইনস্টাগ্রাম
এক ইউজার সুহানাকে লিখেছেন, তাঁকে বয়য়ের তুলনায় বড় লাগছে। ছবি- ইনস্টাগ্রাম
এমনটা নয় যে সব মন্তব্যে গৌরী ও সুহানার প্রশংসা করা হয়েছে। কয়েকজন ইউজার্স ট্রোলও করেন। এক ইউজার যেমন মজা করে লেখেন, মায়ের ঠান্ডা লাগছে, আর মেয়ের গরম! ছবি- ইনস্টাগ্রাম
একজন লেখেন, আশা করি বাবা শাহরুখ খানের মতো মেয়ে সুহানাও ভালো ড্যান্সার। আরেকজন লেখেন, দুজনকে মা-মেয়ে কম, বোন বেশি মনে হচ্ছে। ছবি- ইনস্টাগ্রাম
গৌরী-সুহানার এই ছবিতে একজন ইউজার মন্তব্যে লেখেন, মা যেমন সুন্দর, মেয়েও ঠিক তেমনই সুন্দর। ছবি- ইনস্টাগ্রাম
সুহানার এই ছবিতে তাঁর অনুরাগীরা জোরদার ও মজাদার মন্তব্য করেছেন। ছবি- ইনস্টাগ্রাম
ছবিতে দেখা যাচ্ছে, সুহানা রুপোলি রঙের ছোট ড্রেস পরে রয়েছেন। সেখানে মা গৌরী নীল রঙের জিনসের সঙ্গে সাদা টি-শার্ট পরে তার ওপর দিয়ে কার্গো জ্যাকেট চাপিয়েছেন। পায়ে পরেছেন সাদা জুতো। ছবি- ইনস্টাগ্রাম
এই ছবিগুলিতে সুহানাকে যেমন দারুন হট দেখাচ্ছে, সেখানেই মা গৌরী একেবারে কুল স্টাইলে রয়েছেন। এই ছবি শাহরুখের এতটাই পছন্দ হয়েছে যে, তিনি তা শেয়ার না করে থাকতে পারেননি। ছবি- ইনস্টাগ্রাম
মা গৌরী খানের সঙ্গে এই মুহূর্তে ব্রিটেনে ছুটি কাটাচ্ছেন বলিউড সুপারস্টার শাহরুখ খানের কন্যা সুহানা খান। তারই কিছু ছবি সম্প্রতি গৌরী নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেছেন। ছবি- ইনস্টাগ্রাম
- - - - - - - - - Advertisement - - - - - - - - -